Ajker Patrika

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের নতুন ২ শাখার উদ্বোধন

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের নতুন ২ শাখার উদ্বোধন

রাজধানী ঢাকার উত্তরায় ঈশা খাঁ অ্যাভিনিউ এবং কুমিল্লার গৌরীপুরে দুইটি নতুন শাখা উদ্বোধন করেছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। আজ রোববার শাখা দুটির উদ্বোধন করা হয়। 

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম. রিয়াজুল করিম প্রধান অতিথি হিসেবে ঢাকার উত্তরায় ঈশা খাঁ অ্যাভিনিউয়ের শাখা উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং চীফ বিজনেস অফিসার (সিবিও) কাজী আহ্সান খলিল, এসইভিপি ও বিভাগীয় প্রধান, এসএমই এবং কৃষিঋণ বিভাগ মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, এসইভিপি এবং উত্তরা শাখা প্রধান মো. ফায়েজুর রহমান তালুকদার, এফভিপি এবং গরিব-ই-নেওয়াজ শাখা প্রধান মো. হাবিবুর রহমান, এভিপি এবং উত্তরা ঈশা খাঁ অ্যাভিনিউ শাখার ব্যবস্থাপক মো. সাইফুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

এ ছাড়া প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কুমিল্লার গৌরীপুর শাখার উদ্বোধন করেন উপব্যবস্থাপনা পরিচালক এবং নারায়ণগঞ্জ শাখা প্রধান মো. শহীদ হাসান মল্লিক। এ সময় এফভিপি এবং গৌরীপুর শাখার ব্যবস্থাপক মো. গিয়াস উদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত