Ajker Patrika

ব্যাংক এশিয়া-সুইসকন্টাক্টের মধ্যে সমঝোতা চুক্তি সই

ব্যাংক এশিয়া-সুইসকন্টাক্টের মধ্যে সমঝোতা চুক্তি সই

ব্যাংক এশিয়া লিমিটেড ও উন্নয়ন সহযোগী সংস্থা সুইসকন্টাক্ট-বাংলাদেশ মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ১০ আগস্ট এই চুক্তি সই অনুষ্ঠান হয়। 

ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাফিউজ্জামানের উপস্থিতিতে চুক্তি সই হয়। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হাসান এবং সুইসকন্টাক্টের সারথী-ইম্প্রুভিং ফাইন্যান্সিয়াল হেলথ প্রকল্পের টিম লিডার মিসেস বিপাশা এস হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। 

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সিরাজুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী মোরতুজা আলী এবং সুইসকন্টাক্টের সারথী প্রকল্পের পার্টনারশিপ ও অ্যাডভোকেসি ম্যানেজার মিসেস সালমা আকতার উপস্থিত ছিলেন। 

চুক্তির আওতায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে তৈরি-পোশাক কারখানা কর্মীদের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক এশিয়া ‘ডিপিএস-১০০’ এবং ‘আঁচল’ সহ তাদের জন্য প্রযোজ্য বিভিন্ন সঞ্চয়ী ও ঋণ সেবার ওপর আর্থিক সই দেওয়া হবে। যা ব্যাংক এশিয়ার দেশব্যাপী বিস্তৃত এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক, মোবাইল অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং সুবিধা পোশাক-কর্মীদেরকে সহজে বিভিন্ন ধরনের ব্যাংকিং সুবিধা প্রাপ্তির পথ সুগম করবে এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত