Ajker Patrika

পূর্বাচল আমেরিকান সিটিতে রেডি প্লট, কিনলেই ২৫% ছাড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৮: ৫০
পূর্বাচল আমেরিকান সিটিতে রেডি প্লট, কিনলেই ২৫% ছাড়

আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব মেলায় ইউএস-বাংলা অ্যাসেটসের পূর্বাচল আমেরিকান সিটির জমি কিনলেই থাকছে ২৫ শতাংশ মূল্য ছাড়। এককালীন মূল্য পরিশোধের সঙ্গে সঙ্গেই সম্পন্ন করা হবে রেজিস্ট্রেশন ও প্লট হস্তান্তর। এই মেলা চলবে আজ ২৩ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত। 

ইউএস-বাংলা অ্যাসেটস লিমিটেডের সিনিয়র ম্যানেজার তৌকির আহমদ বলেন, ‘মেলার প্রথম দিনেই আমরা আশাতীত সাড়া পাচ্ছি। আমাদের প্রকল্পটিতে সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। প্রকল্পটির যোগাযোগ ব্যবস্থাও অনেক উন্নত।’ মেলার প্রথম দুই ঘণ্টার মধ্যেই দুটি প্লট বুকিং হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। 

আজ বৃহস্পতিবার দুপুরে মেলার প্রথম দিন উদ্বোধনের পরপরই ক্রেতা-দর্শনার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে রিহ্যাব মেলা। মেলা প্রাঙ্গণে কথা হয় আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘জমি কেনার সময় প্রথমেই সবাই দেখে সেখানে বিদ্যুৎ এবং পানির সুবিধা আছে কিনা; নিরাপত্তা ব্যবস্থা কেমন। এই তিনটি জিনিসই আমি পূর্বাচল আমেরিকান সিটিতে পেয়েছি। তাই এখান থেকেই প্লট কিনতে চাচ্ছি। বাংলাদেশে এমন প্রজেক্ট আর কেউ করতে পারবে বলে আমার মনে হয় না।’ 

৫ দিনব্যাপী মেলার প্রথম দিন আজব্যবসায়ী শরীফ হোসাইন জানালেন, পূর্বাচল এলাকায় যানজট না থাকা এবং রেডি প্লট থাকার কারণে তিনি পূর্বাচল আমেরিকান সিটির প্লট বুকিং দিতে এসেছেন। 

পূর্বাচল আমেরিকান সিটিতে রয়েছে ১৪০ ফুট প্রশস্ত রাস্তা, পার্ক ও প্লে ফিল্ড, স্মার্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ১৫০ ফুট প্রশস্ত ও আট কিলোমিটার দীর্ঘ লেক, স্মার্ট সিকিউরিটি সিস্টেম, ট্রাফিক সিস্টেম, মেডিকেল কলেজ হাসপাতাল, সোলার স্ট্রিট লাইট, শপিং মল, বিশ্ববিদ্যালয়, শাটল বাস সার্ভিস, কনভেনশন সেন্টারসহ নানা সুযোগ-সুবিধা। এ ছাড়া প্রতিটি প্লটের পেছনে ১২ ফুট গ্রিন জোনে বাগানও রয়েছে। 

ইউএস-বাংলা অ্যাসেটসের বিক্রয় শাখার সহকারী ব্যবস্থাপক শাহীন আলম বলেন, ‘আমরা রেডি প্লট বিক্রি করছি। যেখানে ক্রেতারা এখনই বাড়ি তৈরি করতে পারবেন। এ জন্য আমাদের প্লট নিয়ে ক্রেতাদের আগ্রহটা বেশি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

শর্তের জালে মার্কিন চাপ

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত