Ajker Patrika

ফরচুন ম্যাগাজিনের তালিকায় মেটলাইফ

বিজ্ঞপ্তি  
Thumbnail image
ছবি: সংগৃহীত

বিশ্বের সেরা ২৫ প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে মেটলাইফ। ২০২৪ সালের কাজের জন্য আন্তর্জাতিক ফরচুন ম্যাগাজিন থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

‘এই তালিকায় মেটলাইফের স্থান করে নেওয়া আমাদের কর্মীদের অবদানের জন্যই সম্ভব হয়েছে, যারা প্রতিদিন তাদের কাজ এবং নিষ্ঠার মাধ্যমে আমাদের লক্ষ্যগুলোকে বাস্তবে রূপ দেন সবার জন্য’, এসব কথা বলেছেন মেটলাইফের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী মিশেল খালাফ। তিনি আরও বলেন, ‘একটি অন্তর্ভুক্তিমূলক কর্মস্থল তৈরি করতে আমাদের ধারাবাহিক সাফল্যের জন্য স্বীকৃতি পাওয়া আমাদের জন্য গর্বের, যেখানে প্রত্যেক কর্মী নিজেদের সম্পূর্ণ সম্ভাবনা অর্জনে সক্ষম হন।’

ফরচুনের সেরা ২৫টি কর্মক্ষেত্রের তালিকা তৈরি করা হয়েছে ৭০ লাখের বেশি জরিপের ওপর ভিত্তি করে যা সামগ্রিকভাবে বিশ্বব্যাপী ২ কোটি কর্মীর কাজের অভিজ্ঞতাকে তুলে ধরে। প্রতিষ্ঠানগুলোকে বাছাই করা হয়েছে তাদের কর্মস্থল উন্নয়নের প্রচেষ্টা এবং বিভিন্ন দেশের মানুষের ও সম্প্রদায়ের ওপর ইতিবাচক প্রভাব তৈরি করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত