Ajker Patrika

কয়েক শ কোটি টাকার বিদেশি বিনিয়োগ এনেছে নগদ: তানভীর এ মিশুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৮: ৪০
কয়েক শ কোটি টাকার বিদেশি বিনিয়োগ এনেছে নগদ: তানভীর এ মিশুক

মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ গত পাঁচ বছরে কয়েক শ কোটি টাকার বিনিয়োগ এনেছে বলে জানিয়েছেন নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক। নগদের ডিজিটাল ব্যাংকের সেবা শুরু হওয়ার আগেই সেখানে ১১২ কোটি টাকার বিদেশি বিনিয়োগ এসেছে বলেও জানিয়েছেন তিনি।

আজ রোববার রাতে দেশের স্টার্টআপ কোম্পানির প্রতিষ্ঠাতা ও সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি।

তানভীর এ মিশুক বলেন, ‘বিশ্বখ্যাত বেশ কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান নগদ মোবাইল আর্থিক সেবা এবং নগদ ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করেছে। এমন প্রতিষ্ঠান নগদে বিনিয়োগ করেছে যাদের ফেসবুকেও (মেটা) বিনিয়োগ আছে। তা ছাড়া ভারতের পেটিএমের একটি সিস্টার কানসার্নসহ বিশ্বের নামকরা কিছু ব্যবসায়ীপ্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করেছে। এ ছাড়া বিশ্বের অন্যতম বৃহৎ অডিম ফার্ম ডেলয়েট নগদের দৈনিক লেনদেন অডিট করে থাকে।’ 

তানভীর অভিযোগ করেন, নগদ সব সময়ই অপপ্রচারের শিকার হয়েছে। সম্প্রতি গণ-অভ্যুত্থানে দেশের ক্ষমতার পটপরিবর্তনের পর নগদকে নিয়ে অপপ্রচারের মাত্রা আরও বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি। 

নগদ সিইও জানান, বাংলাদেশের বাইরে তাঁর বাবা ক্যানসারের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি আছেন। বাবার শয্যা পাশে রয়েছেন তিনি। 

তানভীর দাবি করেন, নগদ যা ই-মানি ব্যবহার করে, তার চেয়ে বেশি অর্থ ব্যাংকে রাখা আছে। এ ছাড়া বাংলাদেশের কোনো ব্যাংকে নগদ লিমিটেডের একটি টাকাও ঋণ নেই। 

তানভীর এ মিশুক বলেন, ‘আমরা সরকারের একটি প্রতিষ্ঠান ডাক বিভাগের সঙ্গে চুক্তি করে কাজ করছি। ফলে সব সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হয় আমাদের। আগের সরকারের সঙ্গে করেছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে করছি, ভবিষ্যৎ সরকারের সঙ্গেও করব। আমাদের কোনো দলীয় সংশ্লিষ্টতা নেই; তবে আমরা সরকারের সঙ্গে কাজ করে যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত