নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ গত পাঁচ বছরে কয়েক শ কোটি টাকার বিনিয়োগ এনেছে বলে জানিয়েছেন নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক। নগদের ডিজিটাল ব্যাংকের সেবা শুরু হওয়ার আগেই সেখানে ১১২ কোটি টাকার বিদেশি বিনিয়োগ এসেছে বলেও জানিয়েছেন তিনি।
আজ রোববার রাতে দেশের স্টার্টআপ কোম্পানির প্রতিষ্ঠাতা ও সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি।
তানভীর এ মিশুক বলেন, ‘বিশ্বখ্যাত বেশ কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান নগদ মোবাইল আর্থিক সেবা এবং নগদ ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করেছে। এমন প্রতিষ্ঠান নগদে বিনিয়োগ করেছে যাদের ফেসবুকেও (মেটা) বিনিয়োগ আছে। তা ছাড়া ভারতের পেটিএমের একটি সিস্টার কানসার্নসহ বিশ্বের নামকরা কিছু ব্যবসায়ীপ্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করেছে। এ ছাড়া বিশ্বের অন্যতম বৃহৎ অডিম ফার্ম ডেলয়েট নগদের দৈনিক লেনদেন অডিট করে থাকে।’
তানভীর অভিযোগ করেন, নগদ সব সময়ই অপপ্রচারের শিকার হয়েছে। সম্প্রতি গণ-অভ্যুত্থানে দেশের ক্ষমতার পটপরিবর্তনের পর নগদকে নিয়ে অপপ্রচারের মাত্রা আরও বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।
নগদ সিইও জানান, বাংলাদেশের বাইরে তাঁর বাবা ক্যানসারের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি আছেন। বাবার শয্যা পাশে রয়েছেন তিনি।
তানভীর দাবি করেন, নগদ যা ই-মানি ব্যবহার করে, তার চেয়ে বেশি অর্থ ব্যাংকে রাখা আছে। এ ছাড়া বাংলাদেশের কোনো ব্যাংকে নগদ লিমিটেডের একটি টাকাও ঋণ নেই।
তানভীর এ মিশুক বলেন, ‘আমরা সরকারের একটি প্রতিষ্ঠান ডাক বিভাগের সঙ্গে চুক্তি করে কাজ করছি। ফলে সব সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হয় আমাদের। আগের সরকারের সঙ্গে করেছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে করছি, ভবিষ্যৎ সরকারের সঙ্গেও করব। আমাদের কোনো দলীয় সংশ্লিষ্টতা নেই; তবে আমরা সরকারের সঙ্গে কাজ করে যাব।’
মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ গত পাঁচ বছরে কয়েক শ কোটি টাকার বিনিয়োগ এনেছে বলে জানিয়েছেন নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক। নগদের ডিজিটাল ব্যাংকের সেবা শুরু হওয়ার আগেই সেখানে ১১২ কোটি টাকার বিদেশি বিনিয়োগ এসেছে বলেও জানিয়েছেন তিনি।
আজ রোববার রাতে দেশের স্টার্টআপ কোম্পানির প্রতিষ্ঠাতা ও সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি।
তানভীর এ মিশুক বলেন, ‘বিশ্বখ্যাত বেশ কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান নগদ মোবাইল আর্থিক সেবা এবং নগদ ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করেছে। এমন প্রতিষ্ঠান নগদে বিনিয়োগ করেছে যাদের ফেসবুকেও (মেটা) বিনিয়োগ আছে। তা ছাড়া ভারতের পেটিএমের একটি সিস্টার কানসার্নসহ বিশ্বের নামকরা কিছু ব্যবসায়ীপ্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করেছে। এ ছাড়া বিশ্বের অন্যতম বৃহৎ অডিম ফার্ম ডেলয়েট নগদের দৈনিক লেনদেন অডিট করে থাকে।’
তানভীর অভিযোগ করেন, নগদ সব সময়ই অপপ্রচারের শিকার হয়েছে। সম্প্রতি গণ-অভ্যুত্থানে দেশের ক্ষমতার পটপরিবর্তনের পর নগদকে নিয়ে অপপ্রচারের মাত্রা আরও বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।
নগদ সিইও জানান, বাংলাদেশের বাইরে তাঁর বাবা ক্যানসারের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি আছেন। বাবার শয্যা পাশে রয়েছেন তিনি।
তানভীর দাবি করেন, নগদ যা ই-মানি ব্যবহার করে, তার চেয়ে বেশি অর্থ ব্যাংকে রাখা আছে। এ ছাড়া বাংলাদেশের কোনো ব্যাংকে নগদ লিমিটেডের একটি টাকাও ঋণ নেই।
তানভীর এ মিশুক বলেন, ‘আমরা সরকারের একটি প্রতিষ্ঠান ডাক বিভাগের সঙ্গে চুক্তি করে কাজ করছি। ফলে সব সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হয় আমাদের। আগের সরকারের সঙ্গে করেছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে করছি, ভবিষ্যৎ সরকারের সঙ্গেও করব। আমাদের কোনো দলীয় সংশ্লিষ্টতা নেই; তবে আমরা সরকারের সঙ্গে কাজ করে যাব।’
বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে আসবে ৩.৩ শতাংশে এবং গড় মূল্যস্ফীতি থাকবে ১০ শতাংশের ওপরে। বিনিয়োগে স্থবিরতা, রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক বাণিজ্য বিঘ্ন এই ধীরগতির মূল কারণ। ব্যাংকিং খাতের দুর্বলতা ও উচ্চ মূল্যস্ফীতিও দেশের অর্থনীতির জন্য বড়
২ ঘণ্টা আগেঅর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসন জোরদারে বাংলাদেশকে ১০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের ‘ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ ও ওপেক ফান্ডের মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বাংলাদেশের
৪ ঘণ্টা আগেকৃষিনির্ভর বাংলাদেশে সবচেয়ে অবহেলিত ও শোষিত পেশাজীবী হলো কৃষক। আধুনিক কৃষিপ্রযুক্তি ও অর্থনৈতিক অগ্রগতির মধ্যেও তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। ফড়িয়া, মধ্যস্বত্বভোগী ও বাজার সিন্ডিকেটের হাতে পড়ে কৃষকের উৎপাদিত পণ্যের মূল্য পাইকারি ও খুচরা পর্যায়ে বাড়লেও কৃষকের ভাগ্যে জোটে সর্বনিম্ন দাম।
৬ ঘণ্টা আগেবর্তমানে ফাউন্ডেশনটি ৯টি দেশে কার্যক্রম পরিচালনাকারী ১৩টি এনজিওকে সহায়তা দিচ্ছে। যেসব কার্যক্রমকে ফাউন্ডেশন পৃষ্ঠপোষকতা করে, তার মধ্যে রয়েছে—নিরাপদ আবাসন, অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যসেবা, শিক্ষার সুযোগ এবং ভোকেশনাল শিক্ষা উদ্যোগ ইত্যাদি। বিগত দুই দশকের অধিক সময় ধরে এমিরেটস এয়ারলাইনস ফাউন্ডেশন...
৯ ঘণ্টা আগে