Ajker Patrika

ঢাকার হাসনাবাদে পূবালী ব্যাংকের ৪৯৫তম শাখার উদ্বোধন

ঢাকার হাসনাবাদে পূবালী ব্যাংকের ৪৯৫তম শাখার উদ্বোধন

গ্রাহকবৃন্দকে অত্যাধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে ঢাকার কেরাণীগঞ্জের হাসনাবাদে পূবালী ব্যাংক লিমিটেডের ৪৯৫ তম শাখা আজ বুধবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান। সাধারণ সেবা ও উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক মোঃ ফয়জুল হক শরীফ সেখানে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মহাব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান বলেন, পূবালী ব্যাংক লিমিটেড অতি দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানিত গ্রাহকদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় এবং হাসনাবাদবাসীকে ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংক কেরাণীগঞ্জের হাসনাবাদে শাখা উদ্বোধন করেছে। তিনি এলাকার ব্যবসায়ী ও স্থানীয় মানুষদের এই শাখা হতে ব্যাংকিং সুবিধা গ্রহণের জন্য আহ্বান জানান। 

অনুষ্ঠানে শাখা প্রধান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত