Ajker Patrika

রুকমীলা জামান পুনরায় ইউসিবির চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ০৭ জুলাই ২০২২, ১২: ২৪
রুকমীলা জামান পুনরায় ইউসিবির চেয়ারম্যান নির্বাচিত

তরুণ নারী উদ্যোক্তা ও আরামিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুকমীলা জামান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। বুধবার (৬ জুলাই) ইউসিবির করপোরেট অফিসে অনুষ্ঠিত ৪৭২তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

ইউসিবির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওই দিনের বোর্ড সভায় বিশিষ্ট উদ্যোক্তা বশির আহমেদ ইউসিবির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া রনি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড উপায়-এর চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী ইউসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। এর পাশাপাশি বিশিষ্ট উদ্যোক্তা এম এ সবুর ইউসিবির ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত