Ajker Patrika

সনি-র‍্যাংগসের পণ্য কিনে কক্সবাজারে ৩ দিন থাকার সুযোগ

সনি-র‍্যাংগসের পণ্য কিনে কক্সবাজারে ৩ দিন থাকার সুযোগ

সনি-র‍্যাংগস নামে পরিচিত প্রতিষ্ঠান র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড গ্রাহকদের জন্য লালমাটিয়া র‍্যাংগস ফ্ল্যাগশিপ স্টোরে ‘সনি ফাইভ স্টার ভ্যাকেশন: জিতবে এবার সবাই’ ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এ বছরের সনি টিভির, ‘সিনেমা আসছে তোমার ঘরে’ থিম-কে কেন্দ্র করে ২০২৪ সালের নতুন সনি ব্রাভিয়া এলইডি টিভি ও ইউএলটি সিরিজের উদ্বোধন উপলক্ষে এই বিশেষ ক্যাম্পেইনের সূচনা করা হয়। 

বাংলাদেশের সনি প্রেমীদের জন্য, সনি-র‍্যাংগস কক্সবাজারে তিন দিন দুই রাত পাঁচ তারকা হোটেলের থাকার সুযোগ নিয়ে ‘সনি ফাইভ স্টার ভ্যাকেশন: জিতবে এবার সবাই’ ক্যাম্পেইন ঘোষণা করেছে। যেকোনো গ্রাহক ৫৫ ইঞ্চি এবং এর ওপরে সনি নতুন ব্রাভিয়া ৩,৭, ৮,৯ মডেল এবং ইউএলটি ১০০০ কিনলেই এই অফারটি উপভোগ করবেন। 

সনি ব্রাভিয়া ২০২৪ সিরিজের গুগল টিভি। এই নতুন সিরিজে থাকছে ফোরকে এইচডিআর পিকচার কোয়ালিটি এবং অ্যাডভান্সড মিনি এলইডি টেকনোলজি, যা প্রতিটি মুভি নাইটকে নিয়ে যাবে ব্লকবাস্টারের এক্সপেরিয়েন্সে। এক্সআর ব্যাকলাইট মাস্টার ড্রাইভ সহ ব্রাভিয়া ৯ দিচ্ছে আনপ্যারালালড কনট্রাস্ট ও ব্রাইটনেস। যা সিনেমাটিক এক্সপেরিয়েন্স এর এক নতুন দুনিয়ায় নিয়ে যাবে। আরও রয়েছে স্ম্যার্ট গুগল টিভি ফিচার, ভয়েস কন্ট্রোল ও অ্যাম্বিয়েন্ট মুড, যা দেবে বিনোদনের এক ভিন্ন মাত্রা। 

এছাড়াও, সনি নিউ ইউএলটি সিরিজ এসে গেছে ম্যাসিব ব্যাস এবং আলটিমেট ভাইবস নিয়ে গান শোনার অভিজ্ঞতাকে পাল্টে দিতে। আড্ডায় কিংবা পার্টি হবে আরও প্রাণবন্ত সনি ইউএলটি টাওয়ার ১০ সিরিজের নতুন মিউজিক সিসটেমের সঙ্গে। অথবা ইউএলটি অয়্যার হেডফোন কানে হারিয়ে যাবে হেড-শেকিং ব্যাস মিউজিকের দুনিয়ায়। 

সমস্ত নতুন মডেল ইতিমধ্যেই দেশব্যাপী সনি-র‍্যাংগস শোরুম এবং অনলাইন স্টোর (shop.rangs.com.bd) থেকে পাওয়া যাচ্ছে। উদ্বোধন উপলক্ষে সকল ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় সনি সাউন্ডবার, নেটফ্লিক্স সাবস্ক্রিপশনসহ আকর্ষণীয় ডিসকাউন্ট। 

মি. রিকি লুকাস, ব্রাঞ্চ হেড, সনি ইলেকট্রনিকস সিঙ্গাপুর লিমিটেড (বাংলাদেশ ব্রাঞ্চ) এবং মোহাম্মদ জানে আলম, সিনিয়র জেনারেল ম্যানেজার, র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড; যৌথভাবে এই ক্যাম্পেইনের ঘোষণা করেন। সনি ইলেকট্রনিকস বাংলাদেশ টিম এবং র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পোশাকের পর অস্ত্র প্রশিক্ষণও পাচ্ছেন ভারপ্রাপ্ত এডিরা

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পেছনের কূটনীতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত