বিজ্ঞপ্তি
সনি-র্যাংগস নামে পরিচিত প্রতিষ্ঠান র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড গ্রাহকদের জন্য লালমাটিয়া র্যাংগস ফ্ল্যাগশিপ স্টোরে ‘সনি ফাইভ স্টার ভ্যাকেশন: জিতবে এবার সবাই’ ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এ বছরের সনি টিভির, ‘সিনেমা আসছে তোমার ঘরে’ থিম-কে কেন্দ্র করে ২০২৪ সালের নতুন সনি ব্রাভিয়া এলইডি টিভি ও ইউএলটি সিরিজের উদ্বোধন উপলক্ষে এই বিশেষ ক্যাম্পেইনের সূচনা করা হয়।
বাংলাদেশের সনি প্রেমীদের জন্য, সনি-র্যাংগস কক্সবাজারে তিন দিন দুই রাত পাঁচ তারকা হোটেলের থাকার সুযোগ নিয়ে ‘সনি ফাইভ স্টার ভ্যাকেশন: জিতবে এবার সবাই’ ক্যাম্পেইন ঘোষণা করেছে। যেকোনো গ্রাহক ৫৫ ইঞ্চি এবং এর ওপরে সনি নতুন ব্রাভিয়া ৩,৭, ৮,৯ মডেল এবং ইউএলটি ১০০০ কিনলেই এই অফারটি উপভোগ করবেন।
সনি ব্রাভিয়া ২০২৪ সিরিজের গুগল টিভি। এই নতুন সিরিজে থাকছে ফোরকে এইচডিআর পিকচার কোয়ালিটি এবং অ্যাডভান্সড মিনি এলইডি টেকনোলজি, যা প্রতিটি মুভি নাইটকে নিয়ে যাবে ব্লকবাস্টারের এক্সপেরিয়েন্সে। এক্সআর ব্যাকলাইট মাস্টার ড্রাইভ সহ ব্রাভিয়া ৯ দিচ্ছে আনপ্যারালালড কনট্রাস্ট ও ব্রাইটনেস। যা সিনেমাটিক এক্সপেরিয়েন্স এর এক নতুন দুনিয়ায় নিয়ে যাবে। আরও রয়েছে স্ম্যার্ট গুগল টিভি ফিচার, ভয়েস কন্ট্রোল ও অ্যাম্বিয়েন্ট মুড, যা দেবে বিনোদনের এক ভিন্ন মাত্রা।
এছাড়াও, সনি নিউ ইউএলটি সিরিজ এসে গেছে ম্যাসিব ব্যাস এবং আলটিমেট ভাইবস নিয়ে গান শোনার অভিজ্ঞতাকে পাল্টে দিতে। আড্ডায় কিংবা পার্টি হবে আরও প্রাণবন্ত সনি ইউএলটি টাওয়ার ১০ সিরিজের নতুন মিউজিক সিসটেমের সঙ্গে। অথবা ইউএলটি অয়্যার হেডফোন কানে হারিয়ে যাবে হেড-শেকিং ব্যাস মিউজিকের দুনিয়ায়।
সমস্ত নতুন মডেল ইতিমধ্যেই দেশব্যাপী সনি-র্যাংগস শোরুম এবং অনলাইন স্টোর (shop.rangs.com.bd) থেকে পাওয়া যাচ্ছে। উদ্বোধন উপলক্ষে সকল ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় সনি সাউন্ডবার, নেটফ্লিক্স সাবস্ক্রিপশনসহ আকর্ষণীয় ডিসকাউন্ট।
মি. রিকি লুকাস, ব্রাঞ্চ হেড, সনি ইলেকট্রনিকস সিঙ্গাপুর লিমিটেড (বাংলাদেশ ব্রাঞ্চ) এবং মোহাম্মদ জানে আলম, সিনিয়র জেনারেল ম্যানেজার, র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড; যৌথভাবে এই ক্যাম্পেইনের ঘোষণা করেন। সনি ইলেকট্রনিকস বাংলাদেশ টিম এবং র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সনি-র্যাংগস নামে পরিচিত প্রতিষ্ঠান র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড গ্রাহকদের জন্য লালমাটিয়া র্যাংগস ফ্ল্যাগশিপ স্টোরে ‘সনি ফাইভ স্টার ভ্যাকেশন: জিতবে এবার সবাই’ ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এ বছরের সনি টিভির, ‘সিনেমা আসছে তোমার ঘরে’ থিম-কে কেন্দ্র করে ২০২৪ সালের নতুন সনি ব্রাভিয়া এলইডি টিভি ও ইউএলটি সিরিজের উদ্বোধন উপলক্ষে এই বিশেষ ক্যাম্পেইনের সূচনা করা হয়।
বাংলাদেশের সনি প্রেমীদের জন্য, সনি-র্যাংগস কক্সবাজারে তিন দিন দুই রাত পাঁচ তারকা হোটেলের থাকার সুযোগ নিয়ে ‘সনি ফাইভ স্টার ভ্যাকেশন: জিতবে এবার সবাই’ ক্যাম্পেইন ঘোষণা করেছে। যেকোনো গ্রাহক ৫৫ ইঞ্চি এবং এর ওপরে সনি নতুন ব্রাভিয়া ৩,৭, ৮,৯ মডেল এবং ইউএলটি ১০০০ কিনলেই এই অফারটি উপভোগ করবেন।
সনি ব্রাভিয়া ২০২৪ সিরিজের গুগল টিভি। এই নতুন সিরিজে থাকছে ফোরকে এইচডিআর পিকচার কোয়ালিটি এবং অ্যাডভান্সড মিনি এলইডি টেকনোলজি, যা প্রতিটি মুভি নাইটকে নিয়ে যাবে ব্লকবাস্টারের এক্সপেরিয়েন্সে। এক্সআর ব্যাকলাইট মাস্টার ড্রাইভ সহ ব্রাভিয়া ৯ দিচ্ছে আনপ্যারালালড কনট্রাস্ট ও ব্রাইটনেস। যা সিনেমাটিক এক্সপেরিয়েন্স এর এক নতুন দুনিয়ায় নিয়ে যাবে। আরও রয়েছে স্ম্যার্ট গুগল টিভি ফিচার, ভয়েস কন্ট্রোল ও অ্যাম্বিয়েন্ট মুড, যা দেবে বিনোদনের এক ভিন্ন মাত্রা।
এছাড়াও, সনি নিউ ইউএলটি সিরিজ এসে গেছে ম্যাসিব ব্যাস এবং আলটিমেট ভাইবস নিয়ে গান শোনার অভিজ্ঞতাকে পাল্টে দিতে। আড্ডায় কিংবা পার্টি হবে আরও প্রাণবন্ত সনি ইউএলটি টাওয়ার ১০ সিরিজের নতুন মিউজিক সিসটেমের সঙ্গে। অথবা ইউএলটি অয়্যার হেডফোন কানে হারিয়ে যাবে হেড-শেকিং ব্যাস মিউজিকের দুনিয়ায়।
সমস্ত নতুন মডেল ইতিমধ্যেই দেশব্যাপী সনি-র্যাংগস শোরুম এবং অনলাইন স্টোর (shop.rangs.com.bd) থেকে পাওয়া যাচ্ছে। উদ্বোধন উপলক্ষে সকল ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় সনি সাউন্ডবার, নেটফ্লিক্স সাবস্ক্রিপশনসহ আকর্ষণীয় ডিসকাউন্ট।
মি. রিকি লুকাস, ব্রাঞ্চ হেড, সনি ইলেকট্রনিকস সিঙ্গাপুর লিমিটেড (বাংলাদেশ ব্রাঞ্চ) এবং মোহাম্মদ জানে আলম, সিনিয়র জেনারেল ম্যানেজার, র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড; যৌথভাবে এই ক্যাম্পেইনের ঘোষণা করেন। সনি ইলেকট্রনিকস বাংলাদেশ টিম এবং র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতীয় কর্তৃপক্ষ ভক্সওয়াগন, অডি, স্কোডা, পোরশে ও ল্যাম্বরগিনির মতো ব্র্যান্ডগুলোর মূল প্রতিষ্ঠান ভক্সওয়াগন গ্রুপের বিরুদ্ধে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বা প্রায় ১১ হাজার ৮৬৫ কোটি রুপির কর ফাঁকির অভিযোগ তুলেছিল। তবে সেই দাবি ‘অসম্ভব বিশাল’ অঙ্ক উল্লেখ করে মামলা দায়ের করেছে ভক্সওয়াগন
৫ ঘণ্টা আগেবাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং খাতে নতুন একটি যুগ শুরুর উদ্দেশ্যে ২০২৩ সালে সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। এর মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ প্রদানের জন্য ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়, যা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডিজিটাল ব্যাংকগুলো গ্রা
৭ ঘণ্টা আগেলুটপাট ও অনিয়মের মাধ্যমে দেশের ব্যাংক খাত দুর্বল করেছে শক্তিশালী একটি স্বার্থান্বেষী গোষ্ঠী। এক-দুই বছর নয়, বিগত কয়েক দশক রাজনৈতিক প্রভাব খাটিয়ে লুটপাট চলেছে ব্যাংকগুলোয়। দেশের অর্থনীতির স্বার্থে সামনের দিনে ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার সুপারিশ করেছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ এবং...
৮ ঘণ্টা আগেভূমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতাসহ নানা জটিলতা কাটিয়ে পাবনার নগরবাড়ী নৌবন্দরের নির্মাণকাজ প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে প্রকল্পের কাজ ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে, যদিও প্রকল্পের সময়সীমা দুবার বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষের দাবি, বন্দরের কাজ সম্পন্ন হলে জাহাজ থেকে পণ্য খালাসের গতি কমপক্ষে ১০ গুণ বাড়বে। এক
১৫ ঘণ্টা আগে