Ajker Patrika

নারীদের শিক্ষাবৃত্তি ‘অপরাজেয় তারা’ চালু ব্র্যাক ব্যাংকের

বিজ্ঞপ্তি
Thumbnail image

বাংলাদেশে নারী শিক্ষার অগ্রগতি ও বিস্তারের জন্য যুগান্তকারী উদ্যোগ হিসেবে নিজেদের শিক্ষাবৃত্তি প্রোগ্রামটির পুনর্গঠন করে নতুনভাবে চালু করেছে ব্র্যাক ব্যাংক। দেশে এটিই প্রথমবারের মতো শুধুমাত্র নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য দেওয়া স্কলারশিপ। 

প্রোগ্রামটির নাম দেওয়া হয়েছে ‘অপরাজেয় তারা স্কলারশিপ’, যার লক্ষ্য হলো নারীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আর্থিক ও সামাজিক বাধাগুলো দূর করা। এ ছাড়া এই প্রোগ্রামে ট্রান্সজেন্ডার এবং পারসন্স লিভিং উইথ ডিজঅ্যাবিলিটি অন্তর্ভুক্ত করা হয়েছে, যা শিক্ষা ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠায় ব্যাংকের প্রতিশ্রুতিরই অংশ। 

 ২০১০ সাল থেকে স্কলারশিপ প্রোগ্রামের অধীনে এক হাজারের বেশি শিক্ষার্থীর উচ্চ শিক্ষার পথ সুগম করে শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ব্র্যাক ব্যাংক। এই স্কলারশিপটিকে নারীভিত্তিক করার মূল উদ্দেশ্য হলো দেশের উচ্চশিক্ষায় লিঙ্গ অসমতা দূর করে, বর্তমানে উচ্চশিক্ষায় বিদ্যমান নারী-পুরুষের অনুপাতে পরিবর্তন আনা। 

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন বলেন, ‘বৃহত্তর ব্র্যাক পরিবারের অধীন একটি মূল্যবোধভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে, নারী শিক্ষা এবং সমাজে নারী ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ব্র্যাক ব্যাংক।’ তিনি আরও বলেন, ‘এই স্কলারশিপটিকে আমরা একটি সামাজিক বিনিয়োগ হিসেবে দেখছি, যা দীর্ঘমেয়াদে আমাদের দেশকে উপকৃত করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত