Ajker Patrika

অভ্যন্তরীণ রুটে সেরার খেতাব পেল ইউএস-বাংলা এয়ারলাইনস 

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০১: ১৭
অভ্যন্তরীণ রুটে সেরার খেতাব পেল ইউএস-বাংলা এয়ারলাইনস 

অভ্যন্তরীণ রুটে সেরা এয়ারলাইনসের খেতাব পেয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি এয়ারলাইনস প্রতিষ্ঠান ইউএস-বাংলা এয়ারলাইনস। সেরা কাস্টমার ফ্রেন্ডলি (ডমেস্টিক) ক্যাটাগরিতেও সেরা হয়েছে ইউএস-বাংলা। 

বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘শেয়ার ট্রিপ-মনিটর এয়ারলাইনস অব দ্যা এয়ার-২০২৩’ এর গালা অ্যাওয়ার্ড নাইটের অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়। এ সময় অ্যাওয়ার্ড তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। 

ইউএস-বাংলা এয়ারলাইনসের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন এয়ারলাইনসের জিএম (জনসংযোগ) কামরুল ইসলাম। 

২০২৩ সালের সেরা এয়ারলাইনস (আন্তর্জাতিক) হিসেবে নির্বাচিত হয়েছে এমিরেটস এয়ারলাইনস। 

এর আগে চলতি বছরের জুলাই মাসে সেরা এয়ারলাইনস নির্বাচনের জরিপ শুরু হয়। বিভিন্ন পেশা গ্রুপের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি জুরি বোর্ড জরিপ ফলাফল বিশ্লেষণ এবং বিজয়ী নির্বাচন করা হয়। 

ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা থেকে ব্যাংকক, গুয়াংজু, কলকাতা, চেন্নাই, দুবাই, শারজাহ, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, দিল্লী, সিঙ্গাপুর ও মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে সকল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস। 

বর্তমানে ইউএস-বাংলার বহরে ৮টি বোয়িং ৭৩৭-৮০০, ৯টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ সহ মোট ২০টি এয়ারক্রাফট রয়েছে। খুব শীঘ্রই ইউএস-বাংলার বহরে দুটি এয়ারবাস ৩৩০ সহ মোট ছয়টি ওয়াইড বডি ও ২০টি ন্যারোবডি এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। এছাড়া স্বল্পতম সময়ের মধ্যে ঢাকা-জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে ইউএস-বাংলা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত