Ajker Patrika

বিওয়াইডির ৩০ বছর পূর্তিতে ৩ দিনের অনুষ্ঠান

বিজ্ঞপ্তি  
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১৭: ১৭
Thumbnail image
বিওয়াইডির ৩০ বছর পূর্তি উদ্‌যাপন। ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বিওয়াইডি (বিল্ড ইওর ড্রিম) ৩০ বছর পূর্তি উদ্‌যাপন করেছে। এর পাশাপাশি চীনের শেনঝেন-শানওয়েই স্পেশাল কো-অপারেশন জোনের শিয়াওমো প্রোডাকশন বেইজে কোটিতম নিউ এনার্জি ভেহিকল (এনইভি) উৎপাদনের মাইলফলকও উদ্‌যাপন করেছে প্রতিষ্ঠানটি।

এই উদ্‌যাপনকে স্মরণীয় করতে বাংলাদেশে ‘বিওয়াইডি পাওয়ারপ্লে’ শীর্ষক তিন দিনব্যাপী এক কার্নিভ্যালের আয়োজন করা হয়। তেজগাঁওয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে অবস্থিত বিওয়াইডি বাংলাদেশ ফ্ল্যাগশিপ শোরুমে ২১,২২ ও ২৩ নভেম্বর এই কার্নিভ্যাল আয়োজিত হয়।

অটোমোবাইল খাতে বৈশ্বিকভাবে শীর্ষস্থান অর্জনে জোরালো ভূমিকা রাখতে এবং টেকসই পরিবহনের প্রতি অব্যাহত প্রতিশ্রুতির অংশ হিসেবে এই ৩০ বছর পূর্তি ও ১ কোটি এনইভি গাড়ি উৎপাদনের মাইলফলক অর্জন করে প্রতিষ্ঠানটি। বিওয়াইডি-ই বিশ্বের প্রথম গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান, যারা ১ কোটি গাড়ি উৎপাদনের এই যুগান্তকারী মাইলফলক অর্জন করল। অনবদ্য এই অর্জন উদ্‌যাপনে বিওয়াইডি বাংলাদেশ এ কার্নিভ্যালের আয়োজন করে, যেখানে বাংলাদেশের ক্রেতাদের জন্য টেকসই যোগাযোগ ও অনন্য অভিজ্ঞতার ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রতিশ্রুতির বিষয়টি উঠে আসে।

আয়োজনটি সবার জন্য উন্মুক্ত ছিল। পাশাপাশি, তিন দিনব্যাপী এই কার্নিভ্যালে অতিথিরা বিওয়াইডি গাড়ি টেস্ট ড্রাইভ করার সুযোগ পান।

এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের হেড অব ক্যাটাগরি ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিংয়ের ডিজিএম ইমতিয়াজ নওশের বলেন, ৩০ বছর পূর্তি ও ১ কোটি এনইভি গাড়ি উৎপাদন উদ্‌যাপন উপলক্ষে এ রকম একটি আনন্দঘন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। মাত্র ৩০ বছরের মধ্যেই আমরা একটি প্রতিষ্ঠানের স্মরণীয় রূপান্তরের সাক্ষী হলাম।

ইমতিয়াজ নওশের আরও বলেন, মাত্র ২০ জন কর্মীর ছোট্ট একটি স্টার্টআপ থেকে শুরু করে বৈশ্বিকভাবে ১০ লাখ মানুষের বহুজাতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এটি। প্রযুক্তিগত উদ্ভাবনের প্রতি আমাদের প্রতিশ্রুতি এবং আগামীর যোগাযোগকে স্বাচ্ছন্দ্যময় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাই আমাদের এই যাত্রার উদ্দেশ্য। এই ৩০ বছর পূর্তি আয়োজনে যারা অংশ নিয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা মানুষের জীবনমান উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে নিরলস কাজ করে যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত