এগ্রোভেট ডিভিশন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি জার্মানির স্বনামধন্য Boehringer Ingelheim–এর সঙ্গে যৌথভাবে বাংলাদেশে নিয়ে এল ফুট অ্যান্ড মাউথ ডিজিজের (ক্ষুরা রোগ) ভ্যাকসিন, AFTOVAXPUR®।
সোমবার (৪ মার্চ) ওয়েস্টিন ঢাকার বলরুমে এই ভ্যাকসিন বিপণনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন Boehringer Ingelheim–এর এনিমেল হেলথের কান্ট্রি হেড এবং ডিরেক্টর (ইন্ডিয়া) ড. বিনোদ গোপাল।
অনুষ্ঠানের কি–নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন সিভাসুর সাবেক ভিসি এবং ওয়ান হেলথের ন্যাশনাল কোঅর্ডিনেটর অধ্যাপক ডা. নিতিশ চন্দ্র দেবনাথ।
নিরাপদ ভ্যাকসিনের ব্যবহার ও ফার্মের নতুন সমাধান হিসেবে AFTOVAXPUR® সম্পর্কে বিস্তারিত বক্তব্য দেন Boehringer Ingelheim–এর টেকনিক্যাল ডিরেক্টর ড. নিকোলাস ডিনর্মান্ডি এবং টেকনিক্যাল ও মার্কেটিং ম্যানেজার ড. মোহামেদ আলনাহরাবি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. রিয়াজুল হক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, ওয়ান হেলথ, এফএও, বাংলাদেশ সেনাবাহিনী, বিশ্ববিদ্যালয় অধ্যাপকবৃন্দসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধতন কর্মকর্তারা।
সম্মেলনে আগত অতিথিদের অর্ভ্যথনা জানান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির এগ্রোভেট ডিভিশনের সিনিয়র ম্যানেজার আরিফুজ্জামান এবং রুবাইয়াত নূরুল হাসান। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন এগ্রোভেট ডিভিশনের জেনারেল ম্যানেজার জনাব জয়ন্ত দত্ত গুপ্ত।
এগ্রোভেট ডিভিশন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি জার্মানির স্বনামধন্য Boehringer Ingelheim–এর সঙ্গে যৌথভাবে বাংলাদেশে নিয়ে এল ফুট অ্যান্ড মাউথ ডিজিজের (ক্ষুরা রোগ) ভ্যাকসিন, AFTOVAXPUR®।
সোমবার (৪ মার্চ) ওয়েস্টিন ঢাকার বলরুমে এই ভ্যাকসিন বিপণনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন Boehringer Ingelheim–এর এনিমেল হেলথের কান্ট্রি হেড এবং ডিরেক্টর (ইন্ডিয়া) ড. বিনোদ গোপাল।
অনুষ্ঠানের কি–নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন সিভাসুর সাবেক ভিসি এবং ওয়ান হেলথের ন্যাশনাল কোঅর্ডিনেটর অধ্যাপক ডা. নিতিশ চন্দ্র দেবনাথ।
নিরাপদ ভ্যাকসিনের ব্যবহার ও ফার্মের নতুন সমাধান হিসেবে AFTOVAXPUR® সম্পর্কে বিস্তারিত বক্তব্য দেন Boehringer Ingelheim–এর টেকনিক্যাল ডিরেক্টর ড. নিকোলাস ডিনর্মান্ডি এবং টেকনিক্যাল ও মার্কেটিং ম্যানেজার ড. মোহামেদ আলনাহরাবি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. রিয়াজুল হক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, ওয়ান হেলথ, এফএও, বাংলাদেশ সেনাবাহিনী, বিশ্ববিদ্যালয় অধ্যাপকবৃন্দসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধতন কর্মকর্তারা।
সম্মেলনে আগত অতিথিদের অর্ভ্যথনা জানান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির এগ্রোভেট ডিভিশনের সিনিয়র ম্যানেজার আরিফুজ্জামান এবং রুবাইয়াত নূরুল হাসান। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন এগ্রোভেট ডিভিশনের জেনারেল ম্যানেজার জনাব জয়ন্ত দত্ত গুপ্ত।
ব্যাংক খাতে অস্থিরতা, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ থাকলেও সুদের হার বেড়ে যাওয়ায় আমানতে নতুন করে সাড়া মিলেছে। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে মাত্র তিন মাসে ব্যাংকে জমা বেড়েছে ৭৩ হাজার কোটি টাকা, যা প্রবৃদ্ধির হারে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮ শতাংশ।
১ ঘণ্টা আগেকরপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি কুমিল্লার মুরাদনগরের হতদরিদ্র কৃষক ও রিকশাচালক মো. মেহেদী হাসানকে স্ত্রী ও সন্তানের চিকিৎসার জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে।
৯ ঘণ্টা আগেবাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও স্পেনভিত্তিক ল্যাটিন ট্রাভেল মানি ট্রান্সফার এস.এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগেইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে এই সভা অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে