Ajker Patrika

সর্বস্তরের নারীদের স্বীকৃতি দিতে ‘স্টেলার উইমেন অ্যাওয়ার্ডস’

বিজ্ঞপ্তি
Thumbnail image

প্রথমবারের মতো সমাজের সর্বস্তরের সকল পর্যায়ের নারীদের স্বীকৃতি দিতে বিটিআই ও দ্য ডেইলি ষ্টার যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ‘স্টেলার উইমেন অ্যাওয়ার্ডস’।

সমাজের বিভিন্ন পর্যায়ের উদীয়মান, নবীন ও সম্ভাবনাময় নারীদের বিশেষ অবদানগুলোর জন্য পুরস্কৃত করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার রাজধানীতে বিটিআইয়ের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক এফ আর খানসহ দুই প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের কথা ঘোষণা করা হয়।

বিটিআই গতানুগতিক চিন্তাধারা থেকে নিজেদেরকে আলাদা করে তুলতে কাজ করে যাচ্ছে ১৯৮৪ সাল থেকে। বিটিআই প্রচলিত অ্যাওয়ার্ডস শো থেকে কিছুটা ভিন্নতা আনবার জন্য বছরব্যাপী সমাজের বিভিন্ন পর্যায়ের কর্মজীবী নারীদের সম্মাননা প্রদান করবে। সেজন্যে বিটিআই এবং দ্য ডেইলি ষ্টার প্রতি মাসে ১টি করে মোট ১২টি আলাদা বিভাগে একজন করে নারীকে পুরষ্কার প্রদান করবে। বিভাগগুলো হল-উদ্যোক্তা, খেলাধুলা, কৃষি, শিক্ষা, সামাজিক উন্নয়ন, সংস্কৃতি, প্রযুক্তি, স্থাপত্যশৈলী, সাহিত্য, স্টার্ট-আপ, উন্নয়ন খাত, কর্পোরেট এবং পুরস্কারের সম্পূর্ণ প্রক্রিয়াটি সংগঠিত করবে দ্য ডেইলি স্টার।

দ্য ডেইলি স্টার সামাজিক উন্নয়ন এবং দেশের অগ্রগতিকে তরান্বিত করতে বছরব্যাপী বিভিন্ন খাতে পুরষ্কার ও সম্মাননা প্রদান করে থাকে। তারই ধারাবাহিকতায় উদীয়মান নারীদের স্বীকৃতি প্রদানের জন্য স্টেলার ওইমেন অ্যাওয়ার্ডসের এর সাথে সম্পৃক্ততা রাখছে দেশের প্রথম সারির জাতীয় ইংরেজী দৈনিক দ্য ডেইলি স্টার।

‘স্টেলার উইমেন’ নিয়ে বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান বলেন, “বিটিআই বরাবরই নারীর ক্ষমতায়নে বিশ্বাসী এবং সেটার জন্যে নিয়মিত কাজ করে। এই উদ্যোগের মাধ্যমে, আমরা সমাজের জন্য কাজ করা এবং জাতির জন্য অবদান রাখা সমস্ত নারীদের সম্মান জানাতে চাই। আমরা খুব খুশি যে ডেইলি স্টার এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছে।”

আবেদন করার প্রক্রিয়া শুরু হবে ৫ই ডিসেম্বর থেকে। পরবর্তী পদক্ষেপের নিয়মাবলী জানতে btistellarwomen.thedailystar.net এই ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত