Ajker Patrika

আলোক হেলথ কেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্প ১২ অক্টোবর

বিজ্ঞপ্তি
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ২১: ০৯
Thumbnail image

বিশ্ব আর্থরাইটিস দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে আলোক হেলথ কেয়ার লিমিটেড। আলোক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেনের সামাজিক ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ১২ অক্টোবর (শনিবার) ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হবে। 

বর্তমানে বাংলাদেশে মোট জনসংখ্যা ১৭ কোটি ১৫ লাখ। এর মধ্যে ৭ লাখ ৭৫ হাজার মানুষ বাত রোগে আক্রান্ত। বাত রোগের উপসর্গসমূহ—গিরা ফুলে যাওয়া, গিরা শক্ত হয়ে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়া, দীর্ঘমেয়াদি জ্বর, গায়ের বিভিন্ন স্থানে র‍্যাশ, চুল পড়ে যাওয়া, ওজন হ্রাস পাওয়া, অস্বাভাবিক ক্লান্তি অনুভব করা ইত্যাদি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পটি পরিচালনা করবেন শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইমনুল ইসলাম ইমন এবং ডা. মৌসুমী আহমেদ মৌরী। 

শনিবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, মিরপুর–৬ ঠিকানায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত