Ajker Patrika

দেশের বাজারে ইয়ামাহার নতুন দুই মোটরসাইকেল

দেশের বাজারে ইয়ামাহার নতুন দুই মোটরসাইকেল

ইয়ামাহা দেশের বাজারে নিয়ে এল প্রিমিয়াম স্পোর্টস সেগমেন্টের স্কুটার এরক্স ১৫৫ সিসি। স্কুটারটির বাজার মূল্য ৫ লাখ ৩০ হাজার টাকা। স্কুটারটিতে রয়েছে ট্র্যাকসন কন্ট্রোল, এ বি এস ভি ভি এ এবং ওয়াই কানেক্টের মতো অত্যাধুনিক প্রযুক্তি। 

এ ছাড়াও একই দিনে ইয়ামাহা এফ জেড এক্সের নতুন রঙের ডার্ক ম্যাট ব্লু বাজারে আনার ঘোষণা দেন ইয়ামাহা কর্তৃপক্ষ। ট্যুরিং সেগমেন্টের এই মোটরসাইকেলটিতে নতুনভাবে সংযোজিত হয়েছে ট্র্যাকসন কন্ট্রোল সিস্টেম যা চালককে কর্নারিং ও উঁচু রাস্তায় আলাদা নিরাপত্তা দেয়। ৬ হাজার টাকা ক্যাশব্যাক অফারে মোটরসাইকেলটির বাজার মূল্য ২ লাখ ৯৯ হাজার টাকা। 

গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত এসিআই সেন্টারে এই মোটরসাইকেল দুটির উদ্বোধন করা হয়। নতুন দুই মোটরসাইকেলটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান মি. ইসিন চিহানা এবং ইয়ামাহা ও এসিআই মটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মোটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারা দেশে ইয়ামাহার ১১৬টি ৩ এস (সেলস, সার্ভিস, স্পেয়ার পার্টস) ডিলার পয়েন্ট রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত