Ajker Patrika

টেলিটক ও বিকাশের মধ্যে চুক্তি সই 

টেলিটক ও বিকাশের মধ্যে চুক্তি সই 

মোবাইল ফোনে ফাইন্যান্সিয়াল সার্ভিস দেওয়া প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে চুক্তি হয়েছে। গতকাল বুধবার টেলিটক বাংলাদেশ লিমিটেডের করপোরেট সেবা ব্যবহারের লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে এই চুক্তি সই হয়।

চুক্তির ফলে টেলিটক বাংলাদেশ সাশ্রয়ী মূল্যে বিকাশ লিমিটেডকে ভয়েস, ইন্টারনেট সেবাসহ বিভিন্ন করপোরেট ডিজিটাল সেবা দেবে। চুক্তি সই অনুষ্ঠানে বিকাশ লিমিটেডের পক্ষে মোহাম্মাদ রাশেদুল আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব দ্য ডিপার্টমেন্ট (সাপ্লাই চেইন অ্যান্ড প্রকিউরমেন্ট) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষে মো. সাইফুর রহমান খান, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) চুক্তি স্বাক্ষর করেন।

বিকাশ লিমিটেডের পক্ষে মীর মিনহাস উদ্দিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড (সোর্সিং অ্যান্ড প্রকিউরমেন্ট) ; এস এম সাকলাইনুল হক রুম্মন, জেনারেল ম্যানেজার (সোর্সিং অ্যান্ড প্রকিউরমেন্ট) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষে ফজলে রাব্বী (জেনারেল ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং)। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মসজিদে আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় লাঞ্ছিত বিএনপি নেতা

বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ

তিন ঘণ্টা পর আংশিক চালু মেট্রোরেল

বিমানবন্দর রেলস্টেশনে ট্রেন থেকে আগ্নেয়াস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার

সুদান: সবুজ স্বর্গে পচে যাচ্ছে খাবার, অন্য পাশে দুর্ভিক্ষে মারা যাচ্ছে শিশু

এলাকার খবর
Loading...