বিজ্ঞপ্তি
ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের ৫ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এ সময় গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের এসএমই সেক্টরে তালিকাভুক্ত এই কোম্পানি। গত রোববার রাজধানীর ইস্কাটন গার্ডেনে অবস্থিত পুলিশ কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের বোর্ড চেয়ারপারসন রেজিনা বেগম, ব্যবস্থাপনা পরিচালক সাদাত হোসেন সেলিম, পরিচালক রুমানা বেগম, সারা হোসেন, সাবরিনা জামান, মাহে আলম, মো. জহিরুল ইসলাম, মো. আবু সাইদ টিটু ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. ফেরদৌস হোসেনসহ বিভিন্ন শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।
কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ টাকা ৭২ পয়সা।
পরিচালনা পরিষদ ও সব বিনিয়োগকারীদের ধন্যবাদ জানিয়ে ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের বোর্ড চেয়ারপারসন রেজিনা বেগম বলেন, করোনা মহামারি, ইউক্রেন যুদ্ধ এবং চলমান বছরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হই আমরা। বাজার প্রতিযোগিতা, মূল্যস্ফীতি, সাপ্লাই চেইন ইত্যাদি প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছি, টেকসই বৃদ্ধি করেছি। ফলাফলস্বরূপ, বিনিয়োগকারীদের ১০ শতাংশ ডিভিডেন্ড দিতে পারছি আমরা। আর্থিক স্থিতিশীলতার সঙ্গে প্রকৃতির ভারসাম্য বজায় রেখে একটি দীর্ঘ ও টেকসই ব্যবসায়িক পরিবেশ ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য। আমি আশা করব, ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের প্রতি বিনিয়োগকারীদের এই বিশ্বাস ও দৃঢ়তা অটুট থাকবে।
ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাদাত হোসেন সেলিম বলেন, কোভিড-১৯,২০২২ সালের ইউক্রেন যুদ্ধ, ২০২৪ সালের জাতীয় রাজনৈতিক পট পরিবর্তনসহ বিভিন্ন প্রতিকূল অবস্থা মোকাবিলা করে আমরা বিনিয়োগকারীদের জন্য যে ডিভিডেন্ড বা লভ্যাংশ প্রদানের ঘোষণা দিচ্ছি, সেটিই আমাদের কোম্পানির ভবিষ্যৎকে তুলে ধরে। বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় বর্তমানে আমরা বাজার সম্প্রসারণের কাজ শুরু করেছি। ইউরোপ দিয়ে শুরু করলেও বর্তমানে জাপান, কোরিয়া, যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকায় বাজার সম্প্রসারণের চেষ্টা করছি আমরা। বর্তমানে ইউরোপে হাশ পাপিসের মতো ব্র্যান্ডগুলোর সঙ্গে কাজ করছি আমরা।
সম্ভাবনাময় চামড়াশিল্পের গুরুত্ব তুলে ধরে সাদাত হোসেন বলেন, একটি গভীর সম্ভাবনাময় খাত হচ্ছে চামড়া ও চামড়াজাত পণ্য। বর্তমান সরকারও চামড়া খাতকে উৎসাহ দিতে বিভিন্ন উদ্যোগের ঘোষণা দিয়েছে। চামড়া শিল্পকে ঘিরে এসব উদ্যোগ বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড ২০১৮ সালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনুমোদন পায়। পরবর্তীতে বেসিক ব্যাংকের অর্থায়নে যাত্রা শুরু করে কোম্পানিটি। একটি তরুণ ও দক্ষ ব্যবস্থাপনা কর্মীর নিরলস পরিশ্রমে মাত্র সাড়ে তিন বছরের মাথায় প্রতিষ্ঠানটি এখন আন্তর্জাতিক মানের ব্র্যান্ড গুলোর সঙ্গে কাজ করছে। মান নিয়ন্ত্রণে এরই মধ্যে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন স্বীকৃতি অর্জন করেছে ক্রাফটসম্যান ফুটওয়্যার।
বর্তমানে ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের কর্মীসংখ্যা ৭০০ জন। শুধু ব্যবসার উদ্দেশ্যে নয় বরং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে আরও বেশি কর্মসংস্থান নিশ্চিতের মাধ্যমে দক্ষ জনবল গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে কোম্পানিটি।
ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের ৫ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এ সময় গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের এসএমই সেক্টরে তালিকাভুক্ত এই কোম্পানি। গত রোববার রাজধানীর ইস্কাটন গার্ডেনে অবস্থিত পুলিশ কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের বোর্ড চেয়ারপারসন রেজিনা বেগম, ব্যবস্থাপনা পরিচালক সাদাত হোসেন সেলিম, পরিচালক রুমানা বেগম, সারা হোসেন, সাবরিনা জামান, মাহে আলম, মো. জহিরুল ইসলাম, মো. আবু সাইদ টিটু ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. ফেরদৌস হোসেনসহ বিভিন্ন শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।
কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ টাকা ৭২ পয়সা।
পরিচালনা পরিষদ ও সব বিনিয়োগকারীদের ধন্যবাদ জানিয়ে ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের বোর্ড চেয়ারপারসন রেজিনা বেগম বলেন, করোনা মহামারি, ইউক্রেন যুদ্ধ এবং চলমান বছরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হই আমরা। বাজার প্রতিযোগিতা, মূল্যস্ফীতি, সাপ্লাই চেইন ইত্যাদি প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছি, টেকসই বৃদ্ধি করেছি। ফলাফলস্বরূপ, বিনিয়োগকারীদের ১০ শতাংশ ডিভিডেন্ড দিতে পারছি আমরা। আর্থিক স্থিতিশীলতার সঙ্গে প্রকৃতির ভারসাম্য বজায় রেখে একটি দীর্ঘ ও টেকসই ব্যবসায়িক পরিবেশ ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য। আমি আশা করব, ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের প্রতি বিনিয়োগকারীদের এই বিশ্বাস ও দৃঢ়তা অটুট থাকবে।
ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাদাত হোসেন সেলিম বলেন, কোভিড-১৯,২০২২ সালের ইউক্রেন যুদ্ধ, ২০২৪ সালের জাতীয় রাজনৈতিক পট পরিবর্তনসহ বিভিন্ন প্রতিকূল অবস্থা মোকাবিলা করে আমরা বিনিয়োগকারীদের জন্য যে ডিভিডেন্ড বা লভ্যাংশ প্রদানের ঘোষণা দিচ্ছি, সেটিই আমাদের কোম্পানির ভবিষ্যৎকে তুলে ধরে। বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় বর্তমানে আমরা বাজার সম্প্রসারণের কাজ শুরু করেছি। ইউরোপ দিয়ে শুরু করলেও বর্তমানে জাপান, কোরিয়া, যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকায় বাজার সম্প্রসারণের চেষ্টা করছি আমরা। বর্তমানে ইউরোপে হাশ পাপিসের মতো ব্র্যান্ডগুলোর সঙ্গে কাজ করছি আমরা।
সম্ভাবনাময় চামড়াশিল্পের গুরুত্ব তুলে ধরে সাদাত হোসেন বলেন, একটি গভীর সম্ভাবনাময় খাত হচ্ছে চামড়া ও চামড়াজাত পণ্য। বর্তমান সরকারও চামড়া খাতকে উৎসাহ দিতে বিভিন্ন উদ্যোগের ঘোষণা দিয়েছে। চামড়া শিল্পকে ঘিরে এসব উদ্যোগ বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড ২০১৮ সালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনুমোদন পায়। পরবর্তীতে বেসিক ব্যাংকের অর্থায়নে যাত্রা শুরু করে কোম্পানিটি। একটি তরুণ ও দক্ষ ব্যবস্থাপনা কর্মীর নিরলস পরিশ্রমে মাত্র সাড়ে তিন বছরের মাথায় প্রতিষ্ঠানটি এখন আন্তর্জাতিক মানের ব্র্যান্ড গুলোর সঙ্গে কাজ করছে। মান নিয়ন্ত্রণে এরই মধ্যে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন স্বীকৃতি অর্জন করেছে ক্রাফটসম্যান ফুটওয়্যার।
বর্তমানে ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের কর্মীসংখ্যা ৭০০ জন। শুধু ব্যবসার উদ্দেশ্যে নয় বরং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে আরও বেশি কর্মসংস্থান নিশ্চিতের মাধ্যমে দক্ষ জনবল গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে কোম্পানিটি।
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য পাথর আমদানি বন্ধ রেখেছে অধিকাংশ আমদানিকারক। ভারত ও ভুটান থেকে প্রতি টন পাথরের আমদানি মূল্য ৩ থেকে ৫ ডলার বৃদ্ধি করায় গতকাল শনিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
৬ ঘণ্টা আগেগ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা তৈরি হচ্ছে, যা শিল্প ও বাণিজ্যকে প্রভাবিত করছে। নতুন কূপ খননের মাধ্যমে গ্যাস উৎপাদন বাড়ালে বিদ্যুৎ ও শিল্পের সক্ষমতা বাড়বে এবং গ্যাসের মূল্য স্থিতিশীল থাকবে। ফলে অর্থনীতি আরও শক্তিশালী হবে। এ লক্ষ্যে সিলেট-১২ নম্বর কূপ, তিতাস ও কামতা ফিল্ডে চারটি উন্নয়ন কূপ খনন এ
৬ ঘণ্টা আগেছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করলে বিএনপি স্বাগত জানানোর পাশাপাশি সহযোগিতাও করবে। কিন্তু সরকারে থেকে দল গঠন করলে দেশের মানুষ সেটা মেনে নেবে না বলেও সতর্ক করেছেন বিএনপির মহাসচিব।
৬ ঘণ্টা আগেপণ্যের মান নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই), জাতীয় ভোক্তা অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এর ফলে কাজের দক্ষতা বাড়বে এবং সেবা গ্রহণ সহজ হবে।
৮ ঘণ্টা আগে