নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘একশপ’ বাংলাদেশ ডাক বিভাগের চিলিং এবং ফ্রোজেন সুবিধাসম্পন্ন মেইল প্রসেসিং সেন্টারের মাধ্যমে সারা দেশে পচনশীল দ্রব্য পরিবহন শুরু করেছে।
আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা মেইল প্রসেসিং সেন্টার থেকে প্রথম চালান চট্টগ্রামে পাঠানোর মধ্য দিয়ে এই সেবা চালু হয়। এ উপলক্ষে তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে উপস্থিত ছিলেন মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক শাহ্ আলম ভূঁইয়া ও একশপ টিম লিড রেজওয়ানুল হক জামি।
শাহ্ আলম ভূঁইয়া বলেন, ‘পচনশীল দ্রব্য পরিবহনের মাধ্যমে ডাক বিভাগ এক নবদিগন্তের সূচনা করল। নব নির্মিত ১৪টি মেইল প্রসেসিং সেন্টারে চিলার চেম্বার রয়েছে। এর ফলে মাছ, মাংস, শাক সবজি, ফল মূল ইত্যাদি প্রেরণ করা যাবে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ইতিবাচক অবদান রাখবে চিলার চেম্বার সংবলিত এসব আধুনিক মেইল প্রসেসিং সেন্টার।’
রেজওয়ানুল হক জামি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন এখন বাস্তব। ডাক বিভাগের এই সুবিধা যাতে সকল স্তরের উদ্যোক্তাদের কাজে লাগে সেই লক্ষ্যে কাজ করবে একশপ।’
তারা জানান, এই প্রক্রিয়ায় ডাক বিভাগ এবং একশপ যৌথভাবে কাজ করবে। বিক্রেতা থেকে পণ্য সংগ্রহ করে প্যাকেজিং করে কাউন্টারে উপস্থাপন করবে একশপ। এরপর এই পণ্য ডাক বিভাগের চ্যানেলের মাধ্যমে নির্ধারিত স্থানে পৌঁছে যাবে অন্য প্রান্তের মেইল প্রসেসিং সেন্টারে। সেখান থেকে হোম ডেলিভারি সুবিধা একশপ প্রদান করবে।
‘একশপ’ বাংলাদেশ ডাক বিভাগের চিলিং এবং ফ্রোজেন সুবিধাসম্পন্ন মেইল প্রসেসিং সেন্টারের মাধ্যমে সারা দেশে পচনশীল দ্রব্য পরিবহন শুরু করেছে।
আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা মেইল প্রসেসিং সেন্টার থেকে প্রথম চালান চট্টগ্রামে পাঠানোর মধ্য দিয়ে এই সেবা চালু হয়। এ উপলক্ষে তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে উপস্থিত ছিলেন মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক শাহ্ আলম ভূঁইয়া ও একশপ টিম লিড রেজওয়ানুল হক জামি।
শাহ্ আলম ভূঁইয়া বলেন, ‘পচনশীল দ্রব্য পরিবহনের মাধ্যমে ডাক বিভাগ এক নবদিগন্তের সূচনা করল। নব নির্মিত ১৪টি মেইল প্রসেসিং সেন্টারে চিলার চেম্বার রয়েছে। এর ফলে মাছ, মাংস, শাক সবজি, ফল মূল ইত্যাদি প্রেরণ করা যাবে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ইতিবাচক অবদান রাখবে চিলার চেম্বার সংবলিত এসব আধুনিক মেইল প্রসেসিং সেন্টার।’
রেজওয়ানুল হক জামি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন এখন বাস্তব। ডাক বিভাগের এই সুবিধা যাতে সকল স্তরের উদ্যোক্তাদের কাজে লাগে সেই লক্ষ্যে কাজ করবে একশপ।’
তারা জানান, এই প্রক্রিয়ায় ডাক বিভাগ এবং একশপ যৌথভাবে কাজ করবে। বিক্রেতা থেকে পণ্য সংগ্রহ করে প্যাকেজিং করে কাউন্টারে উপস্থাপন করবে একশপ। এরপর এই পণ্য ডাক বিভাগের চ্যানেলের মাধ্যমে নির্ধারিত স্থানে পৌঁছে যাবে অন্য প্রান্তের মেইল প্রসেসিং সেন্টারে। সেখান থেকে হোম ডেলিভারি সুবিধা একশপ প্রদান করবে।
বিগত সময়ের অগ্রগতি পর্যালোচনা এবং ১০ বছর মেয়াদি একাডেমিক মাস্টারপ্ল্যানের ভিত্তিতে ভবিষ্যতের কৌশল নির্ধারণে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ দুই দিনব্যাপী এক কৌশলগত সম্মেলনের আয়োজন করেছে।
৩ ঘণ্টা আগেরাজশাহীতে অনুষ্ঠিত হলো এনআরবিসি ব্যাংক পিএলসির টাউন হল মিটিং। আজ শনিবার (২৬ জুলাই) শহরের একটি অভিজাত হোটেলে এই মিটিং আয়োজন করা হয়।
৬ ঘণ্টা আগেএনবিআর চেয়ারম্যান বলেন, অনেক সফটওয়্যার এবং ডেটা কালেকটিভ এজেন্সি আছে, যেগুলোর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে কোন পণ্যের কত দাম, তা খুব সহজে জানা সম্ভব। ব্যাংকগুলো এলসি (ঋণপত্র) খোলার সময় কত দামে এলসি খুলছে, আর আন্তর্জাতিক বাজারে ওই পণ্যের দাম কত, একটু দেখে নিলেই তা জানতে পারে। ওভার ইনভয়েসিং ও আন্ডার
৯ ঘণ্টা আগেবাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয় (বাণিজ্য সংগঠন -২) থেকে এক পত্রে সংগঠনটির পরিচালনা পর্ষদ বাতিল করে মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুস্তাফিজুর রহমানকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
১০ ঘণ্টা আগে