Ajker Patrika

পূবালী ব্যাংক পিএলসি’র বগুড়া অঞ্চলের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

পূবালী ব্যাংক পিএলসি’র বগুড়া অঞ্চলের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

পূবালী ব্যাংকের বগুড়া অঞ্চলের অধীন শাখার অপারেশন ম্যানেজার এবং উপ-শাখা ও ইসলামী ব্যাংকিং উইন্ডোর ব্যবস্থাপকদের দ্বিতীয় সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সেবার মান বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণে ব্যবস্থাপকদের উৎসাহিত করার লক্ষ্যে সম্প্রতি এটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ট্রেজারি ডিভিশনের বিভাগ প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল মান্নান। সম্মেলনে সভাপতিত্ব করেন বগুড়া অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এএসএম রায়হান শামীম। ২০২৪ সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত