Ajker Patrika

বেসিক ব্যাংকের ‘ম্যাগপাই’ অ্যাপের উদ্বোধন

বিজ্ঞপ্তি
Thumbnail image

ব্যাংকিং সেবাকে সহজলভ্য করতে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের ডিজিটাল ব্যাংকিং ‘ম্যাগপাই’ অ্যাপ এবং কাস্টমার অনবোডিং প্ল্যাটফর্ম ‘বেসিক আই অ্যাকাউন্ট’ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে এই অ্যাপের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মো. আনিসুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মো. রাজীব পারভেজ, নাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল খালেক খান, শামীম আহম্মেদ এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংকের সমন্বয়ক মো. মেজবাউল হক। এ সময় অন্যদের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম, আবু মো. মোফাজ্জেল প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত