Ajker Patrika

ইউনাইটেড হেলথ কেয়ারের ১৭ বছর পূর্তি উদ্‌যাপন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ১৩
ইউনাইটেড হেলথ কেয়ারের ১৭ বছর পূর্তি উদ্‌যাপন

স্বাস্থ্যসেবায় ‘জিরো কম্প্রোমাইজ’ প্রতিপাদ্যে ইউনাইটেড হেলথ কেয়ার ১৭ বছর পূর্তি উদ্‌যাপন করল। এ উপলক্ষে গত ২৪ আগস্ট ইউনাইটেড হসপিটাল লিমিটেডসহ সংশ্লিষ্ট অঙ্গ প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সম্প্রতি প্রথমবারের মতো জেসিআই সার্ভেতে অংশগ্রহণ করে প্রতিটি মান ও মাপকাঠিতে ইতিবাচক ফলাফল (জিরো নট মেট) অর্জন করেছে ইউনাইটেড হসপিটাল। পাশাপাশি এ বছর ইউনাইটেড হসপিটালের প্যাথলজি ল্যাব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশনের চতুর্থবারের মত অ্যাক্রিডিটেশন সার্টিফিকেট পেয়েছে। 

গত বৃহস্পতিবার বাদ আসর ইউনাইটেড হেলথ কেয়ারের সব প্রতিষ্ঠানের জন্য ও রোগীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনউদ্দিন হাসান রশীদ বলেন, ‘আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্য নিয়েই ইউনাইটেড হসপিটাল যাত্রা শুরু করেছিল। আর জেসিআই অ্যাক্রেডিটেশন আমাদের এই সেবার মানকে স্বীকৃতি দিল। 

ইউনাইটেড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ফাইজুর রহমান বলেন, ‘আমাদের হেলথ কেয়ারের সব অঙ্গ প্রতিষ্ঠানে সেবার পরিধি বাড়ানো ও সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’ 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চিফ অ্যাডভাইজার ও ইউনাইটেড হসপিটালের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, ইউনাইটেড হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশিদ সহ ইউনাইটেড হসপিটালের পরিচালকেরা, চিকিৎসক, নার্স ও ইউনাইটেড হেলথ কেয়ারের বিভিন্ন কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত