Ajker Patrika

ভিয়েতনাম এয়ারলাইনস ও ভিয়েতজেটের মধ্যে চুক্তি স্বাক্ষর

বিজ্ঞপ্তি  
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১১: ৪৯
Thumbnail image
ভিয়েতনাম এয়ারলাইনস ও ভিয়েতজেটের মধ্যে চুক্তি স্বাক্ষর। ছবি: সংগৃহীত

ভিয়েতনাম এয়ারলাইনস ও ভিয়েতজেটের সঙ্গে এমিরেটস দুটি আলাদা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মাধ্যমে দুবাই এবং ভিয়েতনামের হো চি মিন সিটি ও হ্যানয়ের মধ্যে অতিরিক্ত ভ্রমণ অপশন পাওয়া যাবে। গত ২৮ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত ভিয়েতনাম-ইউএই বিজনেস ফোরামের সাইডলাইনে এসব এমওইউ স্বাক্ষরিত হয়।

ভিয়েতনাম এয়ারলাইনসের সঙ্গে স্বাক্ষরিত এমওইউতে উভয় এয়ারলাইনসের মধ্যে বর্তমান সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত হবে। বর্তমান ইন্টারলাইন চুক্তিতে অন্তর্ভুক্ত রুটগুলোর সঙ্গে অতিরিক্ত নতুন রুট যুক্ত হবে। একই সঙ্গে উভয় এয়ারলাইনসের যাত্রীদের পারস্পরিক লয়্যালটি সুবিধাগুলো প্রদানের সম্ভাবনা খতিয়ে দেখবে।

১৯৯৪ সালে স্বাক্ষরিত ইন্টারলাইন চুক্তির আওতায় এমিরেটস যাত্রীরা ভিয়েতনাম এয়ারলাইনের নেটওয়ার্কে ২২টি অভ্যন্তরীণ এবং ১৫টি আঞ্চলিক গন্তব্যে নিরবচ্ছিন্নভাবে ভ্রমণ সুবিধা পাচ্ছেন।

এমিরেটস ও ভিয়েতজেট স্বাক্ষরিত এমওইউতে ভিয়েতনাম এবং ইউএইয়ের মধ্যে অধিকসংখ্যক যাত্রী চলাচল নিশ্চিত করতে যৌথ উদ্যোগ গ্রহণ করবে এবং উভয় এয়ারলাইনের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো হবে। ভিয়েতজেটের অভ্যন্তরীণ গন্তব্যগুলো এবং ভায়া হ্যানয়, হো চি মিন সিটি ও দানাং আঞ্চলিক গন্তব্যগুলোতে কানেকটিভিটি বাড়ানো হবে। অন্যদিকে ভিয়েতজেটের যাত্রীরা ভায়া দুবাই একই টিকিট এবং অভিন্ন ব্যাগেজ নীতির অধীনে এমিরেটস নেটওয়ার্কভুক্ত বিভিন্ন গন্তব্যে ভ্রমণের অতিরিক্ত সুবিধা পাবেন।

এমিরেটস বর্তমানে তাদের সুপরিসর বোয়িং ৭৭৭-এর সাহায্যে ভিয়েতনামে হো চি মিন সিটি এবং হ্যানয়ে দৈনিক ফ্লাইট পরিচালনা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত