অনলাইন ডেস্ক
‘টপ মোস্ট গ্লোবাল এইচআর লিডার’ সম্মাননা পেয়েছেন ডেকো ইশো গ্রুপের প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) চৌধুরি আবদ-আল্লাহ কাসীদ। সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ৩০ তম ওয়ার্ল্ড এইচআর কংগ্রেসে অংশগ্রহণ করার জন্য তিনি ওয়ার্ল্ড এইচআর ফেডারেশন থেকে আমন্ত্রিত হন। সম্মাননাটি চৌধুরী কাসীদকে মূলত দেওয়া হয়েছে তাঁর ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে মানব সম্পদ উন্নয়নের প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে।
তিনি মার্চের ২১ ও ২২ তারিখে মুম্বাইয়ের তাজ ল্যান্ড অ্যান্ড হোটেলে এই অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি কীনোট স্পিকার হিসেবেও উপস্থিত ছিলেন। কীনোট বক্তব্যের বিষয়বস্তু ছিল ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রতিকূল অবস্থার মোকাবিলা করে দৃঢ়ভাবে টিকে থাকা।
উল্লেখ্য, ওয়ার্ল্ড এইচ আর ফেডারেশন হলো এমন একটি সংগঠন, যেখানে বিশ্বের প্রায় ১০৬টি দেশের প্রায় ৩০ হাজার সদস্য রয়েছে। এটি তাদের সদস্যদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করে ও বিশেষভাবে বিশ্বব্যাপী মানবসম্পদ উন্নয়নে সদস্যদের কার্যক্রমের ইতিবাচক প্রভাব মূল্যায়ন করে থাকে এবং তাদের মধ্য থেকেই প্রতি বছর প্রায় কয়েকশত সদস্যকে সম্মাননা প্রদান করে থাকে। এ বছর তাদের মাঝে বাংলাদেশ থেকে ৩ জন সম্মাননা গ্রহণের জন্য মনোনীত হয়েছিলেন, যার মধ্যে চৌধুরী কাসীদ ছিলেন অন্যতম।
চৌধুরী কাসিদ এর আগেও ২০১৭,২০১৮ ও ২০১৯ সালে এই ওয়ার্ল্ড এইচ আর কংগ্রেস থেকে সম্মাননা পেয়েছেন। এ ছাড়া তিনি ২০১৮ ও ২০২০ সালে কীনোট স্পিকার হিসেবে অন্যান্য বিষয়ের ওপর বক্তব্য পেশ করার সম্মাননা লাভ করেন। বিশেষভাবে উল্লেখ্য যে, এই পর্যন্ত বাংলাদেশ থেকে একমাত্র তিনিই উক্ত অনুষ্ঠানে কীনোট স্পিকার হিসেবে বক্তব্য দেওয়ার সম্মান অর্জন করেছেন।
এবারের অনুষ্ঠানে প্রায় ৫০টি দেশ থেকে ১ হাজার অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। সাধারণত অন্যান্য বছর অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় শতাধিক দেশ থেকে ২ থেকে ৪ হাজারের মধ্যে থাকে। কিন্তু কোভিড সংক্রান্ত বিধিনিষেধ থাকায় এ বছর কিছুটা সীমিত আকারে আয়োজন করা হয়েছিল এবারের অনুষ্ঠান। এখানে মানবসম্পদ প্রফেশনাল ছাড়াও অন্যান্য খাতের খ্যাতিমান ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‘টপ মোস্ট গ্লোবাল এইচআর লিডার’ সম্মাননা পেয়েছেন ডেকো ইশো গ্রুপের প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) চৌধুরি আবদ-আল্লাহ কাসীদ। সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ৩০ তম ওয়ার্ল্ড এইচআর কংগ্রেসে অংশগ্রহণ করার জন্য তিনি ওয়ার্ল্ড এইচআর ফেডারেশন থেকে আমন্ত্রিত হন। সম্মাননাটি চৌধুরী কাসীদকে মূলত দেওয়া হয়েছে তাঁর ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে মানব সম্পদ উন্নয়নের প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে।
তিনি মার্চের ২১ ও ২২ তারিখে মুম্বাইয়ের তাজ ল্যান্ড অ্যান্ড হোটেলে এই অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি কীনোট স্পিকার হিসেবেও উপস্থিত ছিলেন। কীনোট বক্তব্যের বিষয়বস্তু ছিল ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রতিকূল অবস্থার মোকাবিলা করে দৃঢ়ভাবে টিকে থাকা।
উল্লেখ্য, ওয়ার্ল্ড এইচ আর ফেডারেশন হলো এমন একটি সংগঠন, যেখানে বিশ্বের প্রায় ১০৬টি দেশের প্রায় ৩০ হাজার সদস্য রয়েছে। এটি তাদের সদস্যদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করে ও বিশেষভাবে বিশ্বব্যাপী মানবসম্পদ উন্নয়নে সদস্যদের কার্যক্রমের ইতিবাচক প্রভাব মূল্যায়ন করে থাকে এবং তাদের মধ্য থেকেই প্রতি বছর প্রায় কয়েকশত সদস্যকে সম্মাননা প্রদান করে থাকে। এ বছর তাদের মাঝে বাংলাদেশ থেকে ৩ জন সম্মাননা গ্রহণের জন্য মনোনীত হয়েছিলেন, যার মধ্যে চৌধুরী কাসীদ ছিলেন অন্যতম।
চৌধুরী কাসিদ এর আগেও ২০১৭,২০১৮ ও ২০১৯ সালে এই ওয়ার্ল্ড এইচ আর কংগ্রেস থেকে সম্মাননা পেয়েছেন। এ ছাড়া তিনি ২০১৮ ও ২০২০ সালে কীনোট স্পিকার হিসেবে অন্যান্য বিষয়ের ওপর বক্তব্য পেশ করার সম্মাননা লাভ করেন। বিশেষভাবে উল্লেখ্য যে, এই পর্যন্ত বাংলাদেশ থেকে একমাত্র তিনিই উক্ত অনুষ্ঠানে কীনোট স্পিকার হিসেবে বক্তব্য দেওয়ার সম্মান অর্জন করেছেন।
এবারের অনুষ্ঠানে প্রায় ৫০টি দেশ থেকে ১ হাজার অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। সাধারণত অন্যান্য বছর অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় শতাধিক দেশ থেকে ২ থেকে ৪ হাজারের মধ্যে থাকে। কিন্তু কোভিড সংক্রান্ত বিধিনিষেধ থাকায় এ বছর কিছুটা সীমিত আকারে আয়োজন করা হয়েছিল এবারের অনুষ্ঠান। এখানে মানবসম্পদ প্রফেশনাল ছাড়াও অন্যান্য খাতের খ্যাতিমান ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাইন্ডশেয়ার বাংলাদেশ, বাংলাদেশে প্রথমবারের মতো অর্জন করল মর্যাদাপূর্ণ ‘অরিজিনাল মিডিয়া ইনোভেশন অব দ্য ইয়ার’ পুরস্কার | প্রত্যেক বছর শেষে মাইন্ডশেয়ার গ্লোবাল এই পুরস্কারের ঘোষণা করে। প্রায় ৩৫০টি এন্ট্রি এবং ৩২টি মার্কেট –এর প্রতিযোগিতার মধ্য থেকে ‘রিন বিপ কল ক্যাম্পেইন’ অর্জন করে এই অভূতপূর্ণ সাফল্
১৩ মিনিট আগেজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বেশ কয়েকটি পণ্যে ভ্যাট অব্যাহতির ঘোষণা দিয়েছে, যা বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এ তালিকায় রয়েছে দেশে উৎপাদিত বিস্কুট, লবণ, সরিষার তেল, আটা, ময়দা, এলপি গ্যাসসহ বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য। কিছু পণ্যে উৎপাদন পর্যায়ে ও কিছুতে...
১৩ ঘণ্টা আগেদেশের তৈরি পোশাকশিল্প হঠাৎ করেই উদ্বেগজনক পরিস্থিতির মুখোমুখি। বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার চাপ, ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে আরও দুঃসংবাদ হলো, চলতি বছরের জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে পোশাক রপ্তানির ক্রয় আদেশ (ইউডি) ৪২ শতাংশ কমে গেছে, যা গত ১৪ মাসের মধ্যে সবচেয়ে বড় পতন।
১৩ ঘণ্টা আগেঈদ আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় উৎসব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর এই ঈদের খুশিকে সর্বজনীন করতে যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলসের পণ্যে শুরু হচ্ছে ‘ডাবল খুশি অফার’ সিজন-৩।
১৪ ঘণ্টা আগে