বিজ্ঞপ্তি
এসিআই পাওয়ার সলিউশন ২৬ তম পাওয়ার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপোতে অংশগ্রহণ করেছে। এটি ১৪-১৬ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়। এসিআই পাওয়ার সলিউশনের এক্সপোতে অংশগ্রহণের মূল লক্ষ্য সব নতুন পণ্য সম্পর্কে গ্রাহকদের জানানো। যার মধ্যে রেইকেম কেবল এক্সেসরিজ, স্নেইডার সার্কিট ব্রেকার এবং এসিআই লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ ডিস্ট্রিবিউশন প্যানেল অন্যতম।
এসিআই মোটরস গ্রাহকদের আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য এবং ২৪ / ৭ বিক্রয় পরবর্তী সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় এসিআই মোটরস জেনারেটর ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডার হিসেবে আছে এবং আগামীদিনে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য কাজ করে যাচ্ছে।
এসিআই মোটরস সফলভাবে গ্রাহক পর্যায়ে ২,৫০০+ ডিজেল জেনারেটর এবং ৫,৫০০+ পেট্রল জেনারেটর সরবরাহ করেছে। তাঁদের কাস্টমার সেন্ট্রিক দৃষ্টিভঙ্গি গ্রাহকদের আস্থা অর্জনের বিশেষ ভূমিকা পালন করছে।
বাংলাদেশে, এসিআই মোটরস ১ কেভিএ থেকে ৩ হাজার কেভিএ ক্ষমতাসম্পন্ন জেনারেটর সরবরাহ করছে। যা বাসা-বাড়ি, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান, টেলিকম নেটওয়ার্ক, ব্যাংক, হাসপাতাল, গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে আপনার কলকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম।
এসিআই মোটরসের ডিজেল জেনারেটর লাইনআপে রয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ড যেমন ইংল্যান্ডের ইওরপাওয়ার এবং স্পেনের হিমোইনসা জেনারেটর। ঢাকা মেট্রো রেল, জাতীয় সংসদ, জাতীয় রাজস্ব বোর্ড, মডেল মসজিদ, জমুনা স্টেট গেস্ট হাউস, বিটিআরসি, ৪৫+ মেডিকেল কলেজ হাসপাতাল, ব্যাংক এবং শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রকল্প জেনারেটরগুলি নিরবচ্ছিন্ন ব্যাকআপ পাওয়ার নিশ্চিত করছে। সব পর্যায়ের গ্রাহকদের কথা মাথায় রেখে বাজারে নিয়ে এসেছে ‘ডবরপধযর জেনারেটর’। জেনারেটরটি দামে সাশ্রয়ী এবং কোয়ালিটিফুল।
তাদের পেট্রল জেনারেটরগুলি ১ কেভিএ থেকে ১০ কেভিএ রেটিংস-এর হয়ে থাকে। জাপানিজ জেনারেটর ইয়ামাহা বাংলাদেশের গ্রাহকপর্যায়ে অনেক জনপ্রিয়। সেনচি ব্র্যান্ডের জেনারেটর ১৫০০+ টেলিকম নেটওয়ার্ক সহ বাসা-বাড়ি, রেস্টুরেন্ট, চেইন শপ এবং ছোট ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি সাশ্রয়ীমূল্যেও লওনটপ ব্র্যান্ডের জেনারেটরগুলি দামে সাশ্রয়ী এবং বাসা-বাড়ি, ফার্ম, রিটেইল শপের জন্য উপযোগী।
বাংলাদেশের বাজারেও রেকেম ক্যাবল এক্সেসরিজের একমাত্র পরিবেশক এসিআই মোটরস। রেকেমের জনপ্রিয় পণ্যগুলোর মধ্যে রয়েছে হিট-শ্রিঙ্ক টার্মিনেশন কিট, জয়েন্ট কিট, মিডিয়াম ভোল্টেজ লাইনের কভার, সার্জ অ্যারেস্টর এবং হ্যান্ড গ্লাভস। যা আপনার স্থাপনায় নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে শর্ট সার্কিট ও আগুনের মতো দুর্ঘটনা থেকে নিরাপদ রাখে।
সম্প্রতি এসিআই মোটরস নিজেদের তৈরি ডিসট্রিবিউশন প্যানেল নিয়ে কাজ করছে। যার মধ্যে, এলটি প্যানেল, সিঙ্ক প্যানেল, পিএফআই প্যানেল, ইএলটি প্যানেল, এটিএস অন্যতম। তাদের ডিসট্রিবিউশন প্যানেলগুলির আন্তর্জাতিক মান নিশ্চিত করার লক্ষ্যে কম্পিউটার-অ্যাডেড ডিজাইন (ক্যাড) সিস্টেমে ডিজাইন করা হয়। এ ছাড়া, এসিআই মোটরস স্নেইডার ইলেকট্রিকের সঙ্গে লো এবং মিডিয়াম ভোল্টেজের সার্কিট ব্রেকার নিয়ে কাজ করছে।
গ্রাহকদের কাছে বিক্রয় পরবর্তী সেবার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে বাংলাদেশে সর্বপ্রথম চালু করেছে ২৪ / ৭ আফটার সেলস্ সার্ভিস অ্যাপ ‘পাওয়ারএক্স’। যা হাতের মুঠোয় নিশ্চিত করবে সার্ভিস সম্পর্কিত সব সেবা এক ক্লিকেই।
এসিআই মোটরসের পাওয়ার সলিউশনের সার্ভিস নেটওয়ার্ক আছে দেশব্যাপী। যারা ২৪ / ৭ সার্ভিস দিয়ে যাচ্ছে। তাদের দেশব্যাপী রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিক্যাল টিম। তারা প্যান্ডোরাস টুলস, ইএসটি টুলস, টর্ক রেঞ্চ, পাওয়ার-কোয়ালিটি অ্যানালাইজার ইত্যাদি আধুনিক সরঞ্জাম ব্যবহার করে অতি দ্রুততম সময়ে জেনারেটরের সমস্যা সমাধানে সক্ষম। পাওয়ার সলিউশন সার্ভিস টিম সিংক্রানাইজেশন, লোড শেয়ারিং, রিমোট মনিটরিং সিস্টেম সেটআপ, কন্ট্রোল সিস্টেম প্রোগ্রামিং, প্যারালেলিং এবং রিডান্ডেন্সি কনফিগারেশন ইত্যাদি সার্ভিস প্রদানে অতি দক্ষ।
এসিআই মোটরসের পাওয়ার সলিউশন বিজনেসের প্রধান লক্ষ্য বাংলাদেশের মানুষের জন্য কোয়ালিটি পাওয়ার এবং ২৪ / ৭ বিক্রয় পরবর্তী সেবা নিশ্চিত করা। তারা কাস্টমার-সেন্ট্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রোডাক্ট এবং বিক্রয় পরবর্তী সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
এসিআই পাওয়ার সলিউশন ২৬ তম পাওয়ার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপোতে অংশগ্রহণ করেছে। এটি ১৪-১৬ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়। এসিআই পাওয়ার সলিউশনের এক্সপোতে অংশগ্রহণের মূল লক্ষ্য সব নতুন পণ্য সম্পর্কে গ্রাহকদের জানানো। যার মধ্যে রেইকেম কেবল এক্সেসরিজ, স্নেইডার সার্কিট ব্রেকার এবং এসিআই লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ ডিস্ট্রিবিউশন প্যানেল অন্যতম।
এসিআই মোটরস গ্রাহকদের আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য এবং ২৪ / ৭ বিক্রয় পরবর্তী সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় এসিআই মোটরস জেনারেটর ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডার হিসেবে আছে এবং আগামীদিনে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য কাজ করে যাচ্ছে।
এসিআই মোটরস সফলভাবে গ্রাহক পর্যায়ে ২,৫০০+ ডিজেল জেনারেটর এবং ৫,৫০০+ পেট্রল জেনারেটর সরবরাহ করেছে। তাঁদের কাস্টমার সেন্ট্রিক দৃষ্টিভঙ্গি গ্রাহকদের আস্থা অর্জনের বিশেষ ভূমিকা পালন করছে।
বাংলাদেশে, এসিআই মোটরস ১ কেভিএ থেকে ৩ হাজার কেভিএ ক্ষমতাসম্পন্ন জেনারেটর সরবরাহ করছে। যা বাসা-বাড়ি, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান, টেলিকম নেটওয়ার্ক, ব্যাংক, হাসপাতাল, গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে আপনার কলকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম।
এসিআই মোটরসের ডিজেল জেনারেটর লাইনআপে রয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ড যেমন ইংল্যান্ডের ইওরপাওয়ার এবং স্পেনের হিমোইনসা জেনারেটর। ঢাকা মেট্রো রেল, জাতীয় সংসদ, জাতীয় রাজস্ব বোর্ড, মডেল মসজিদ, জমুনা স্টেট গেস্ট হাউস, বিটিআরসি, ৪৫+ মেডিকেল কলেজ হাসপাতাল, ব্যাংক এবং শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রকল্প জেনারেটরগুলি নিরবচ্ছিন্ন ব্যাকআপ পাওয়ার নিশ্চিত করছে। সব পর্যায়ের গ্রাহকদের কথা মাথায় রেখে বাজারে নিয়ে এসেছে ‘ডবরপধযর জেনারেটর’। জেনারেটরটি দামে সাশ্রয়ী এবং কোয়ালিটিফুল।
তাদের পেট্রল জেনারেটরগুলি ১ কেভিএ থেকে ১০ কেভিএ রেটিংস-এর হয়ে থাকে। জাপানিজ জেনারেটর ইয়ামাহা বাংলাদেশের গ্রাহকপর্যায়ে অনেক জনপ্রিয়। সেনচি ব্র্যান্ডের জেনারেটর ১৫০০+ টেলিকম নেটওয়ার্ক সহ বাসা-বাড়ি, রেস্টুরেন্ট, চেইন শপ এবং ছোট ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি সাশ্রয়ীমূল্যেও লওনটপ ব্র্যান্ডের জেনারেটরগুলি দামে সাশ্রয়ী এবং বাসা-বাড়ি, ফার্ম, রিটেইল শপের জন্য উপযোগী।
বাংলাদেশের বাজারেও রেকেম ক্যাবল এক্সেসরিজের একমাত্র পরিবেশক এসিআই মোটরস। রেকেমের জনপ্রিয় পণ্যগুলোর মধ্যে রয়েছে হিট-শ্রিঙ্ক টার্মিনেশন কিট, জয়েন্ট কিট, মিডিয়াম ভোল্টেজ লাইনের কভার, সার্জ অ্যারেস্টর এবং হ্যান্ড গ্লাভস। যা আপনার স্থাপনায় নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে শর্ট সার্কিট ও আগুনের মতো দুর্ঘটনা থেকে নিরাপদ রাখে।
সম্প্রতি এসিআই মোটরস নিজেদের তৈরি ডিসট্রিবিউশন প্যানেল নিয়ে কাজ করছে। যার মধ্যে, এলটি প্যানেল, সিঙ্ক প্যানেল, পিএফআই প্যানেল, ইএলটি প্যানেল, এটিএস অন্যতম। তাদের ডিসট্রিবিউশন প্যানেলগুলির আন্তর্জাতিক মান নিশ্চিত করার লক্ষ্যে কম্পিউটার-অ্যাডেড ডিজাইন (ক্যাড) সিস্টেমে ডিজাইন করা হয়। এ ছাড়া, এসিআই মোটরস স্নেইডার ইলেকট্রিকের সঙ্গে লো এবং মিডিয়াম ভোল্টেজের সার্কিট ব্রেকার নিয়ে কাজ করছে।
গ্রাহকদের কাছে বিক্রয় পরবর্তী সেবার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে বাংলাদেশে সর্বপ্রথম চালু করেছে ২৪ / ৭ আফটার সেলস্ সার্ভিস অ্যাপ ‘পাওয়ারএক্স’। যা হাতের মুঠোয় নিশ্চিত করবে সার্ভিস সম্পর্কিত সব সেবা এক ক্লিকেই।
এসিআই মোটরসের পাওয়ার সলিউশনের সার্ভিস নেটওয়ার্ক আছে দেশব্যাপী। যারা ২৪ / ৭ সার্ভিস দিয়ে যাচ্ছে। তাদের দেশব্যাপী রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিক্যাল টিম। তারা প্যান্ডোরাস টুলস, ইএসটি টুলস, টর্ক রেঞ্চ, পাওয়ার-কোয়ালিটি অ্যানালাইজার ইত্যাদি আধুনিক সরঞ্জাম ব্যবহার করে অতি দ্রুততম সময়ে জেনারেটরের সমস্যা সমাধানে সক্ষম। পাওয়ার সলিউশন সার্ভিস টিম সিংক্রানাইজেশন, লোড শেয়ারিং, রিমোট মনিটরিং সিস্টেম সেটআপ, কন্ট্রোল সিস্টেম প্রোগ্রামিং, প্যারালেলিং এবং রিডান্ডেন্সি কনফিগারেশন ইত্যাদি সার্ভিস প্রদানে অতি দক্ষ।
এসিআই মোটরসের পাওয়ার সলিউশন বিজনেসের প্রধান লক্ষ্য বাংলাদেশের মানুষের জন্য কোয়ালিটি পাওয়ার এবং ২৪ / ৭ বিক্রয় পরবর্তী সেবা নিশ্চিত করা। তারা কাস্টমার-সেন্ট্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রোডাক্ট এবং বিক্রয় পরবর্তী সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
ভূমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতাসহ নানা জটিলতা কাটিয়ে পাবনার নগরবাড়ী নৌবন্দরের নির্মাণকাজ প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে প্রকল্পের কাজ ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে, যদিও প্রকল্পের সময়সীমা দুবার বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষের দাবি, বন্দরের কাজ সম্পন্ন হলে জাহাজ থেকে পণ্য খালাসের গতি কমপক্ষে ১০ গুণ বাড়বে। এক
৬ ঘণ্টা আগেবাজার তদারকিতে আগের সরকার যেসব উদ্যোগ নিয়েছিল, বর্তমান সরকারও একই রকম উদ্যোগ গ্রহণ করছে। এর ফলে আমরা নীতির দুষ্টচক্রের মধ্যে পড়েছি, এটা অবশ্যই ভাঙতে হবে। বিশেষ করে, নিত্যপণ্যের সরবরাহব্যবস্থার ক্ষেত্রে। বাজার বর্তমানে কিছু প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে, যেখানে প্রতিযোগিতার অভাব সুস্পষ্ট। আগের
৭ ঘণ্টা আগেদেশের অন্যতম শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি করপোরেট বিমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় রবি ও এর সহযোগী প্রতিষ্ঠানের ১ হাজার ৪৫০ জনের বেশি কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা গার্ডিয়ান লাইফের বিমা সুবিধা পাবেন।
৮ ঘণ্টা আগেবাংলাদেশের শিল্প খাতে টেকসই উন্নয়নের আরেকটি মাইলফলক হিসেবে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএমের নতুন পরিবেশবান্ধব ইস্পাত কারখানা উদ্বোধন করা হয়েছে।
৮ ঘণ্টা আগে