Ajker Patrika

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টের এজিএম অনুষ্ঠিত

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টের এজিএম অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টের এজিএম অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৩৫ তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ঢাকার তেজগাঁওয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের বিওটি কনফারেন্স রুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এসইইউ ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম এজিএম ও বোর্ড সভায় সভাপতিত্ব করেন।

বোর্ড সদস্যরা বিভিন্ন একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা করেন, যার ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

ট্রাস্টি বোর্ড বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনাকে দিকনির্দেশনা দেয়। এ ছাড়া তারা চলমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যতের জন্য কৌশলগত পরিকল্পনার ওপর গুরুত্ব আরোপ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত