রাজধানীর বনশ্রীতে আজ বুধবার ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তিনি আমেরিকান প্রসাধনী হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
হারল্যান স্টোর উদ্বোধনের সময় মিম বলেন, ‘হারল্যানের প্রোডাক্টগুলো আন্তর্জাতিক মান রক্ষা করে প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চিত করছে। তাই কালার কসমেটিকস ইন্ডাস্ট্রিতে হারল্যান খুব দ্রুতই সাড়া ফেলতে সক্ষম হবে বলে বিশ্বাস করি।’
হারল্যান স্টোরের হেড অব অপারেশনস আব্দুল আলীম শিমুল জানান, আমেরিকান কসমেটিক ব্র্যান্ড ‘হারল্যান’ এর মানসম্মত পণ্য রপ্তানির পাশাপাশি দেশের সবার কাছে পৌঁছে দিতেই নতুন করে এসব স্টোর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৪ সালের মধ্যে সারা দেশে নতুন করে কমপক্ষে এক হাজার ‘হারল্যান স্টোর’ চালু করা হবে।
ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে হারল্যান তাদের প্রোডাক্ট লাইনআপ করেছে আধুনিক ও ট্রেন্ডিতে। প্রিমিয়াম প্যাকেজিং আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এই ব্র্যান্ড লাইনআপে রেখেছে ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, জেল আইলাইনার, মাসকারা ও নেইল পলিশের মতো সাজসজ্জার নানা ধরনের অনুষঙ্গ। যার সব কটি পাওয়া যাবে হারল্যান স্টোরে।
হারল্যান ছাড়াও বিশ্বখ্যাত জনপ্রিয় ব্র্যান্ড নিওর, সিওডিল, ব্লেইজ-ও-স্কিন এবং লিলি'র অরিজিনাল কসমেটিকস পণ্য পাওয়া যাবে এসব স্টোরে। ব্লেইজ ও স্কিনের শাওয়ার জেল, বডি জেলি, স্ক্রাব, লোশন ইত্যাদি। ‘লিলি’ ব্র্যান্ডের হানি, লেমন, কিউ কাম্বার ও অ্যালোভেরা ফ্লেভারের ফেইসওয়াশ। সিওডিল ব্র্যান্ডের স্কিন কেয়ার পণ্য। সিওডিলের পণ্যে নিয়াসিনামাইড, ভিটামিন সি, ই, বি ৩, স্যালিসাইলিক অ্যাসিড ইত্যাদি ব্যবহার করা হয় যা ত্বক সমস্যা সমাধানে অনেক কার্যকর। শুধু তাই নয় এই স্টোরে চশমা, লেন্স বা আইল্যাসের মতো কসমেটিকস সংশ্লিষ্ট ফ্যাশন পণ্য যুক্ত করা হবে।
রাজধানীর বনশ্রীতে আজ বুধবার ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তিনি আমেরিকান প্রসাধনী হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
হারল্যান স্টোর উদ্বোধনের সময় মিম বলেন, ‘হারল্যানের প্রোডাক্টগুলো আন্তর্জাতিক মান রক্ষা করে প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চিত করছে। তাই কালার কসমেটিকস ইন্ডাস্ট্রিতে হারল্যান খুব দ্রুতই সাড়া ফেলতে সক্ষম হবে বলে বিশ্বাস করি।’
হারল্যান স্টোরের হেড অব অপারেশনস আব্দুল আলীম শিমুল জানান, আমেরিকান কসমেটিক ব্র্যান্ড ‘হারল্যান’ এর মানসম্মত পণ্য রপ্তানির পাশাপাশি দেশের সবার কাছে পৌঁছে দিতেই নতুন করে এসব স্টোর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৪ সালের মধ্যে সারা দেশে নতুন করে কমপক্ষে এক হাজার ‘হারল্যান স্টোর’ চালু করা হবে।
ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে হারল্যান তাদের প্রোডাক্ট লাইনআপ করেছে আধুনিক ও ট্রেন্ডিতে। প্রিমিয়াম প্যাকেজিং আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এই ব্র্যান্ড লাইনআপে রেখেছে ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, জেল আইলাইনার, মাসকারা ও নেইল পলিশের মতো সাজসজ্জার নানা ধরনের অনুষঙ্গ। যার সব কটি পাওয়া যাবে হারল্যান স্টোরে।
হারল্যান ছাড়াও বিশ্বখ্যাত জনপ্রিয় ব্র্যান্ড নিওর, সিওডিল, ব্লেইজ-ও-স্কিন এবং লিলি'র অরিজিনাল কসমেটিকস পণ্য পাওয়া যাবে এসব স্টোরে। ব্লেইজ ও স্কিনের শাওয়ার জেল, বডি জেলি, স্ক্রাব, লোশন ইত্যাদি। ‘লিলি’ ব্র্যান্ডের হানি, লেমন, কিউ কাম্বার ও অ্যালোভেরা ফ্লেভারের ফেইসওয়াশ। সিওডিল ব্র্যান্ডের স্কিন কেয়ার পণ্য। সিওডিলের পণ্যে নিয়াসিনামাইড, ভিটামিন সি, ই, বি ৩, স্যালিসাইলিক অ্যাসিড ইত্যাদি ব্যবহার করা হয় যা ত্বক সমস্যা সমাধানে অনেক কার্যকর। শুধু তাই নয় এই স্টোরে চশমা, লেন্স বা আইল্যাসের মতো কসমেটিকস সংশ্লিষ্ট ফ্যাশন পণ্য যুক্ত করা হবে।
টাকার আন্তঃব্যাংক ও গ্রাহক লেনদেনের বিনিময় হার ডিলার ব্যাংকগুলো চাহিদা ও জোগানের ওপর ভিত্তি করে নির্ধারণ করে। বাজারে শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক (বিবি) ডিলার ব্যাংকের সঙ্গে প্রচলিত আন্তঃব্যাংক বিনিময় হারে মার্কিন ডলার কেনা-বেচা করে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ পাল্টা শুল্কের চাপে ব্যবসায়ীরা যখন অস্থির, ঠিক সে সময় চট্টগ্রাম বন্দর ও অভ্যন্তরীণ কনটেইনার ডিপোর (আইসিডি) চার্জ বাড়ানোর প্রস্তাব এসেছে। চট্টগ্রাম বন্দরের ট্যারিফ (মাশুল) ৭০ থেকে ১০০ শতাংশ ও অভ্যন্তরীণ কনটেইনার ডিপোর (আইসিডি) চার্জ ২৯ থেকে ১০০ শতাংশ...
১১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরা; যেখানে প্রতিদিন বই-খাতা হাতে শিশুরা আসে স্বপ্ন বুনতে, ভবিষ্যতের পথ গড়তে। সেই চেনা প্রাঙ্গণ হঠাৎ রূপ নিয়েছে এক মর্মান্তিক ধ্বংসস্তূপে। ২১ জুলাই বেলা সোয়া একটার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান হঠাৎ আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর।
১১ ঘণ্টা আগেবিগত সময়ের অগ্রগতি পর্যালোচনা এবং ১০ বছর মেয়াদি একাডেমিক মাস্টারপ্ল্যানের ভিত্তিতে ভবিষ্যতের কৌশল নির্ধারণে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ দুই দিনব্যাপী এক কৌশলগত সম্মেলনের আয়োজন করেছে।
১৪ ঘণ্টা আগে