Ajker Patrika

বনশ্রীতে ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করলেন মিম

বিজ্ঞপ্তি
Thumbnail image

রাজধানীর বনশ্রীতে আজ বুধবার ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তিনি আমেরিকান প্রসাধনী হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। 

হারল্যান স্টোর উদ্বোধনের সময় মিম বলেন, ‘হারল্যানের প্রোডাক্টগুলো আন্তর্জাতিক মান রক্ষা করে প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চিত করছে। তাই কালার কসমেটিকস ইন্ডাস্ট্রিতে হারল্যান খুব দ্রুতই সাড়া ফেলতে সক্ষম হবে বলে বিশ্বাস করি।’ 

হারল্যান স্টোরের হেড অব অপারেশনস আব্দুল আলীম শিমুল জানান, আমেরিকান কসমেটিক ব্র্যান্ড ‘হারল্যান’ এর মানসম্মত পণ্য রপ্তানির পাশাপাশি দেশের সবার কাছে পৌঁছে দিতেই নতুন করে এসব স্টোর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৪ সালের মধ্যে সারা দেশে নতুন করে কমপক্ষে এক হাজার ‘হারল্যান স্টোর’ চালু করা হবে। 

ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে হারল্যান তাদের প্রোডাক্ট লাইনআপ করেছে আধুনিক ও ট্রেন্ডিতে। প্রিমিয়াম প্যাকেজিং আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এই ব্র্যান্ড লাইনআপে রেখেছে ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, জেল আইলাইনার, মাসকারা ও নেইল পলিশের মতো সাজসজ্জার নানা ধরনের অনুষঙ্গ। যার সব কটি পাওয়া যাবে হারল্যান স্টোরে। 

হারল্যান ছাড়াও বিশ্বখ্যাত জনপ্রিয় ব্র্যান্ড নিওর, সিওডিল, ব্লেইজ-ও-স্কিন এবং লিলি'র অরিজিনাল কসমেটিকস পণ্য পাওয়া যাবে এসব স্টোরে। ব্লেইজ ও স্কিনের শাওয়ার জেল, বডি জেলি, স্ক্রাব, লোশন ইত্যাদি। ‘লিলি’ ব্র্যান্ডের হানি, লেমন, কিউ কাম্বার ও অ্যালোভেরা ফ্লেভারের ফেইসওয়াশ। সিওডিল ব্র্যান্ডের স্কিন কেয়ার পণ্য। সিওডিলের পণ্যে নিয়াসিনামাইড, ভিটামিন সি, ই, বি ৩, স্যালিসাইলিক অ্যাসিড ইত্যাদি ব্যবহার করা হয় যা ত্বক সমস্যা সমাধানে অনেক কার্যকর। শুধু তাই নয় এই স্টোরে চশমা, লেন্স বা আইল্যাসের মতো কসমেটিকস সংশ্লিষ্ট ফ্যাশন পণ্য যুক্ত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত