নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি গ্রীষ্মে দুবাইয়ে অবকাশ যাপনকারীদের জন্য আকর্ষণীয় অফার ঘোষণা করেছে এমিরেটস এয়ারলাইন। রিটার্ন টিকিটসহ এয়ারলাইনটিতে ভ্রমণকারী যাত্রীরা দুবাইয়ের শীর্ষ চারটি আকর্ষণে বিনা মূল্যে প্রবেশাধিকার পাবেন। এই আকর্ষণগুলোর মধ্যে রয়েছে দি ভিউ এট দা পাম, আয়া ইউনিভার্স, দুবাই পার্কস এন্ড রিসোর্টস এবং ওয়াইল্ড ওয়াদি ওয়াটার পার্ক।
এই সুবিধা পেতে হলে যাত্রীদের ২২ মে থেকে ১১ জুনের মধ্যে টিকিট কেনা ও ২৫ মে থেকে ৩১ আগস্টের মধ্যে দুবাই ভ্রমণ করতে হবে। এমিরেটস অনলাইন, অ্যাপ, ট্রাভেল এজেন্ট, টিকিট অফিস বা কন্টাক্ট সেন্টারের মাধ্যমে যাত্রীদের প্রতিটি আকর্ষণের জন্য আলাদা ইউনিক অ্যাকসেস কোড নিতে হবে।
এ ছাড়াও ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত এমিরেটস যাত্রীরা তাদের ‘মাই এমিরেটস পাস’ এর সাহায্যে বিভিন্ন শপিং মল, রেস্টুরেন্ট, অবকাশ কেন্দ্রসহ অন্যান্য স্থানে অভাবনীয় মূল্যছাড় সুবিধা পাবেন। মাই এমিরেটস পাস মূলত যাত্রীর ফিজিক্যাল বা ডিজিটাল বোর্ডিং পাস এবং যেকোনো একটি বৈধ পরিচয়পত্র।
চলতি গ্রীষ্মেও দুবাইয়ে সামার সারপ্রাইজ উপভোগ করতে পারবেন। ২৮ জুন থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুবাই ভ্রমণকারীদের জন্য থাকবে অত্যন্ত আকর্ষণীয় শপিং অফার, বিশ্ব নন্দিত তারকাদের কনসার্ট এবং অবিশ্বাস্য সব বিনোদন প্রোগ্রাম। দুবাই সামার সারপ্রাইজের সুবিধাগুলোর মধ্যে এমিরেটস পাস ব্যবহার করা যাবে।
এমিরেটসের লয়্যালটি প্রোগ্রাম ‘স্কাইওয়ার্ডস’ এর সদস্যরা এয়ারলাইনটির পার্টনার হোটেল, এয়ারলাইন, কার রেন্টাল, রিটেইল ও ব্যাংকিং সেবা ব্যবহার করলে, তার বিপরীতে মাইল (পয়েন্ট) অর্জন করতে পারবেন, যা ব্যবহার করে পরবর্তীতে এয়ার টিকিট, আপগ্রেড, বিভিন্ন কনসার্ট ও স্পোর্টস প্রোগ্রামের টিকিট পুরস্কার হিসেবে পেতে পারেন।
ঢাকার এমিরেটস হলিডেজের মাধ্যমে বুক করলে, ভ্রমণকারীদের বিশেষ সুবিধা প্রদান করা হবে। এই বুকিংগুলো অপেক্ষাকৃত ফ্লেক্সিবল এবং অবকাশ যাপনকালে গ্রাহকদের প্রতিটি মুহূর্তে ব্যক্তিকেন্দ্রিক সেবা দেওয়া হবে। স্কাইওয়ার্ডস সদস্যদের দেওয়া হবে অতিরিক্ত পয়েন্ট।
এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের প্রায় ১৪০টি গন্তব্যে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন। একমাত্র এয়ারলাইন হিসেবে এমিরেটস বাংলাদেশে ‘প্রথম শ্রেণি’ সেবা অফার করে।
চলতি গ্রীষ্মে দুবাইয়ে অবকাশ যাপনকারীদের জন্য আকর্ষণীয় অফার ঘোষণা করেছে এমিরেটস এয়ারলাইন। রিটার্ন টিকিটসহ এয়ারলাইনটিতে ভ্রমণকারী যাত্রীরা দুবাইয়ের শীর্ষ চারটি আকর্ষণে বিনা মূল্যে প্রবেশাধিকার পাবেন। এই আকর্ষণগুলোর মধ্যে রয়েছে দি ভিউ এট দা পাম, আয়া ইউনিভার্স, দুবাই পার্কস এন্ড রিসোর্টস এবং ওয়াইল্ড ওয়াদি ওয়াটার পার্ক।
এই সুবিধা পেতে হলে যাত্রীদের ২২ মে থেকে ১১ জুনের মধ্যে টিকিট কেনা ও ২৫ মে থেকে ৩১ আগস্টের মধ্যে দুবাই ভ্রমণ করতে হবে। এমিরেটস অনলাইন, অ্যাপ, ট্রাভেল এজেন্ট, টিকিট অফিস বা কন্টাক্ট সেন্টারের মাধ্যমে যাত্রীদের প্রতিটি আকর্ষণের জন্য আলাদা ইউনিক অ্যাকসেস কোড নিতে হবে।
এ ছাড়াও ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত এমিরেটস যাত্রীরা তাদের ‘মাই এমিরেটস পাস’ এর সাহায্যে বিভিন্ন শপিং মল, রেস্টুরেন্ট, অবকাশ কেন্দ্রসহ অন্যান্য স্থানে অভাবনীয় মূল্যছাড় সুবিধা পাবেন। মাই এমিরেটস পাস মূলত যাত্রীর ফিজিক্যাল বা ডিজিটাল বোর্ডিং পাস এবং যেকোনো একটি বৈধ পরিচয়পত্র।
চলতি গ্রীষ্মেও দুবাইয়ে সামার সারপ্রাইজ উপভোগ করতে পারবেন। ২৮ জুন থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুবাই ভ্রমণকারীদের জন্য থাকবে অত্যন্ত আকর্ষণীয় শপিং অফার, বিশ্ব নন্দিত তারকাদের কনসার্ট এবং অবিশ্বাস্য সব বিনোদন প্রোগ্রাম। দুবাই সামার সারপ্রাইজের সুবিধাগুলোর মধ্যে এমিরেটস পাস ব্যবহার করা যাবে।
এমিরেটসের লয়্যালটি প্রোগ্রাম ‘স্কাইওয়ার্ডস’ এর সদস্যরা এয়ারলাইনটির পার্টনার হোটেল, এয়ারলাইন, কার রেন্টাল, রিটেইল ও ব্যাংকিং সেবা ব্যবহার করলে, তার বিপরীতে মাইল (পয়েন্ট) অর্জন করতে পারবেন, যা ব্যবহার করে পরবর্তীতে এয়ার টিকিট, আপগ্রেড, বিভিন্ন কনসার্ট ও স্পোর্টস প্রোগ্রামের টিকিট পুরস্কার হিসেবে পেতে পারেন।
ঢাকার এমিরেটস হলিডেজের মাধ্যমে বুক করলে, ভ্রমণকারীদের বিশেষ সুবিধা প্রদান করা হবে। এই বুকিংগুলো অপেক্ষাকৃত ফ্লেক্সিবল এবং অবকাশ যাপনকালে গ্রাহকদের প্রতিটি মুহূর্তে ব্যক্তিকেন্দ্রিক সেবা দেওয়া হবে। স্কাইওয়ার্ডস সদস্যদের দেওয়া হবে অতিরিক্ত পয়েন্ট।
এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের প্রায় ১৪০টি গন্তব্যে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন। একমাত্র এয়ারলাইন হিসেবে এমিরেটস বাংলাদেশে ‘প্রথম শ্রেণি’ সেবা অফার করে।
বাংলাদেশে বেসরকারি খাতে বিনিয়োগ এবং দেশীয় শিল্প সম্প্রসারণে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল সোমবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ব্যবসায়িক সুযোগ-সুবিধা’ (বিওএস) শীর্ষক সেমিনারে এডিবির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সেমিনারে মূল উপস্থাপনা দেন সংস্থাটির...
৬ ঘণ্টা আগেবাংলাদেশে কার্যক্রম চালাতে চায় চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান টেনসেন্ট। সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন।
১০ ঘণ্টা আগেবাংলাদেশ দুই বছর ধরে বিশ্বব্যাংকের খাদ্য মূল্যস্ফীতি ঝুঁকির ‘লাল শ্রেণি’তে রয়েছে। এই শ্রেণি মানে হচ্ছে, দেশে খাদ্য মূল্যস্ফীতি ৫ থেকে ৩০ শতাংশের মধ্যে রয়েছে, যা বর্তমান পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশে খাদ্যনিরাপত্তার জন্য এক বিরাট চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের পাশাপাশি লাল শ্রেণিতে রয়েছে
১৩ ঘণ্টা আগেসুচিন্তিত পরিকল্পনা ছাড়া এভিয়েশনে সঠিক গন্তব্যে পৌঁছানো অসম্ভব। সেই অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশের এভিয়েশনে জ্বলজ্বল করছে দেশের আকাশ পরিবহনের অন্যতম ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রতিষ্ঠার শুরু থেকে ইউএস-বাংলা পরিকল্পনা আর বাস্তবায়নকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছে।
১৪ ঘণ্টা আগে