Ajker Patrika

ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল আরলা ফুডস

আপডেট : ২০ জুন ২০২৩, ১৫: ৫৬
ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল আরলা ফুডস

অতি সম্প্রতি ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১ লাভ করেছে ইউরোপিয়ান ডেইরি কো-অপারেটিভ আরলা ফুডসের স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান আরলা ফুডস বাংলাদেশ। ডেইরি কো-অপারেটিভ প্রতিষ্ঠানটি ‘মাঝারি শিল্প’ ক্যাটাগরিতে ‘খাদ্য’ শাখায় এই সম্মাননা লাভ করেছে। বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকালে এটি আরলা ফুডস বাংলাদেশের সর্বপ্রথম কোনো জাতীয় সম্মাননা। 

উৎপাদনশীলতাকে জাতীয় আন্দোলনে পরিণত করার জন্য ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) ২০১১ সালে উৎপাদনশীলতাবিষয়ক বহুমুখী জাতীয় সম্মেলনের আয়োজন করে। উক্ত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎপাদনশীলতাকে ‘জাতীয় আন্দোলন’ হিসেবে ঘোষণা করেন। এই কার্যক্রমে শিল্প উদ্যোক্তাদের ব্যাপকভাবে অংশগ্রহণ নিশ্চিতের লক্ষ্যে প্রতিবছর শ্রেষ্ঠ শিল্পপ্রতিষ্ঠান ও উদ্যোক্তার মাঝে স্বীকৃতিস্বরূপ ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রবর্তন করেন তিনি। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হ‌ুমায়ূনের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন আরলা ফুডস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর লরেন্ট পন্টি। 

এই সম্মাননা সম্পর্কে লরেন্ট পন্টি বলেন, ‘দায়িত্বশীল কর্ম পরিচালনার জন্য আরলা ফুডস বিশ্বব্যাপী স্বীকৃত। একই মানের দায়িত্বশীল কাজের মাধ্যমে আমরা বাংলাদেশেও ভবিষ্যতে ইতিবাচক প্রবৃদ্ধি নিশ্চিত করতে আগ্রহী। নিরাপদ ও পুষ্টিকর দুগ্ধজাত পণ্যের মাধ্যমে সমাজে ইতিবাচক অবদান রাখার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির একটি বিশেষ পরিচায়ক এই সম্মাননা। এর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড এবং গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত প্রতিষ্ঠানটির প্যাকেজিং ফ্যাক্টরি ২০১৪ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির পোর্টফোলিওতে বর্তমানে রয়েছে ডানো পাওয়ার ও ডানো ডেইলি পুষ্টির মতো দারুণ জনপ্রিয় দুধের ব্র্যান্ড, যা প্রতি মাসে লাখো বাংলাদেশি ভোক্তা সাশ্রয়ী মূল্যে দুধের পুষ্টির চাহিদা পূরণ করে চলেছে। 

আরলা ফুডস

ডেনমার্ক, সুইডেন, যুক্তরাজ্য, জার্মানি, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডসের প্রায় সাড়ে ৮ হাজার কৃষকের মালিকানাধীন একটি আন্তর্জাতিক দুগ্ধজাত পণ্য প্রতিষ্ঠান আরলা ফুডস। আন্তর্জাতিক দুগ্ধজাত পণ্য বাজারের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আরলা ফুডসের সুপরিচিত ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে আরলা, লুরপাক, পুক, ক্যাস্টেলো ও ডানো। আরলা ফুডস শুধু টেকসই কৃষি ও ব্যবস্থাপনার মাধ্যমে মানসম্মত দুগ্ধ পুষ্টি প্রদানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধই নয়, প্রতিষ্ঠানটি অরগানিক দুগ্ধজাত পণ্যের বিশ্বের বৃহত্তম প্রস্তুতকারকও। ডানো বাংলাদেশের লাখ লাখ মানুষকে সাশ্রয়ী মূল্যে দুগ্ধজাত পুষ্টি গ্রহণের সুযোগ দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত