Ajker Patrika

চান্দিনায় ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু

অনলাইন ডেস্ক
আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৬: ২২
Thumbnail image

কুমিল্লার চান্দিনা বাজারে নতুন আউটলেট চালু করেছে দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে চান্দিনা বাজারের খানবাড়ি রোডের মঈনউদ্দিন প্লাজায় নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়। 

স্বপ্নের অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এই আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার এবং হোম ডেলিভারির সেবা। এই আউটলেট থেকে হোম ডেলিভারির জন্য মোবাইল ফোনে যোগাযোগ করা যাবে।

আউটলেট উদ্বোধনকালে স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘এখন দেশের ৪২টি জেলায় স্বপ্ন রয়েছে। কুমিল্লার চান্দিনা বাজারে অনেক দিন ধরেই আমরা একটি অত্যাধুনিক আউটলেট করার পরিকল্পনা করছিলাম। আশা করছি, এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকেরা স্বপ্নের এই আউটলেট থেকে নিয়মিত বাজার করতে পারবেন।

আউটলেট উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু তপন বক্সী, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন খান, স্বপ্নের রিজিওনাল হেড অব অপারেশন মো. আব্দুল্লাহ আল মাহবুব, রিজিওনাল সেলস ম্যানেজার রিয়াজ উদ্দিন, আউটলেট ম্যানেজার ইয়ার হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত