Ajker Patrika

বিআরবি হসপিটালে কিডনি সেবা সপ্তাহের উদ্বোধন 

বিআরবি হসপিটালে কিডনি সেবা সপ্তাহের উদ্বোধন 

বিআরবি হসপিটালস লিমিটেডে ‘বিশ্ব কিডনি দিবস ও কিডনি সেবা সপ্তাহ ২০২৩’-এর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার রাজধানীর পান্থপথে বিআরবি হসপিটালস লিমিটেডে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. নিজামউদ্দিন চৌধুরী, সিনিয়র কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান, কিডনি বিভাগ, বিআরবি হসপিটালস লিমিটেড।

আজ সকালে সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। দিবসটি উদ্‌যাপনে ছিল নানা কর্মসূচি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রথম সফল লিভার ট্রান্সপ্লান্ট সার্জন ও ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ আলী, বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. মোফাজ্জেল হোসেন ও স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. এম এ বাশার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্নেল হুসাইন ফারুখ, পিএসসি (অবসরপ্রাপ্ত), প্রধান নির্বাহী কর্মকর্তা বিআরবি হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানে বিআরবি হাসপাতালের কনসালট্যান্টবৃন্দ, ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 

বিআরবি হসপিটালস কিডনি সেবা সপ্তাহ-২০২৩ কাল ৯ মার্চ থেকে শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে। সেবা সপ্তাহে মাত্র ৬০০ টাকায় কিডনি রোগের পরীক্ষাসহ ফ্রি ডাক্তার দেখানোর সুযোগ থাকছে এবং একই মূল্যে শিশুদেরও কিডনি পরীক্ষার সুব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতে ডায়াল করুন: ১০৬৪৭

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত