Ajker Patrika

এটিএন বাংলা ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় ইস্টার্ন ইউনিভার্সিটির জয়

বিজ্ঞপ্তি  
Thumbnail image
এটিএন বাংলা ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় ইস্টার্ন ইউনিভার্সিটির জয়। ছবি: সংগৃহীত

এটিএন বাংলা ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটিকে পরাজিত করে জয়ী হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি। গতকাল শুক্রবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে এবং শিক্ষার্থীদের বিপুল উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির প্রেসিডেন্ট হাসান আহমেদ কিরণ।

ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে ফাতেমা তুজ জহুরা, তানভীর আহমেদ, কানিজ ফাতেমা রিতু, নাজমুল ইসলাম রতন এবং আবু নাসির আল রাকিব বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করার জন্য অসামান্য বিতর্ক এবং দলগত দক্ষতা প্রদর্শন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির সম্মানিত রেজিস্ট্রার আবুল বাসার খান, ডিবেটিং ক্লাবের কো-অর্ডিনেটর এবং আইন বিভাগের প্রভাষক মৌমিতা রহমান ঈপ্সিতা, ছাত্রকল্যাণ বিভাগের ডেপুটি ডিরেক্টর কে এম মনিরুল ইসলাম, ইস্টার্ন ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা।

এই সাফল্য ইস্টার্ন ইউনিভার্সিটির জন্য একটি গর্বের মুহূর্ত যা বিতর্কে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতিভা এবং নিষ্ঠার প্রতিফলন। বিশ্ববিদ্যালয়ের এই বিজয় শিক্ষার্থীদের মধ্যে চিন্তা-ভাবনা এবং জনসমক্ষে বক্তৃতা করার দক্ষতা বিকাশের গুরুত্বকে তুলে ধরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত