Ajker Patrika

প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৪৫ শতাংশ

বিজ্ঞপ্তি  
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৭: ২৭
Thumbnail image
ছবি: সংগৃহীত

বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর তারিখভিত্তিক এর অনিরীক্ষিত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, যা অনুমোদন করা হয়েছে গত সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায়। তৃতীয় প্রান্তিকে ব্যাংক কর-পরবর্তী নিট মুনাফায় ৪৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে নিট মুনাফা হয়েছে ৫১০ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৫১ কোটি টাকা। ব্যাংকের প্রতি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৪ দশমিক ৫১ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩ দশমিক ১০ টাকা।

তৃতীয় প্রান্তিক শেষে ব্যাংকের শেয়ার-প্রতি নিট সম্পদমূল্য (এনএভি) এবং শেয়ার-প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৩৩ দশমিক ৬৮ টাকা এবং ২ দশমিক ৩০ টাকা, যা বিগত বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২৯ দশমিক ৯১ টাকা এবং ৪ দশমিক ২৭ টাকা।

সেপ্টেম্বর ২০২৪-এর শেষে ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ হাজার ২১৫ কোটি টাকা এবং ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৩৮৯ কোটি টাকা। প্রাইম ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে ১৮ দশমিক ২৬ শতাংশ, যা ব্যাংকিং খাতের সর্বোচ্চের মধ্যে। ব্যাংকের এনপিএল কাভারেজ হার দাঁড়িয়েছে ১৩৭ শতাংশ।

প্রাইম ব্যাংক পিএলসি সর্বদা উদ্ভাবনী ব্যাংকিং সলিউশন ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত