বিজ্ঞপ্তি
ঈদ উৎসবকে আরও জমজমাট করে তুলতে চলে এসেছে শীর্ষ ফুটওয়্যার ব্র্যান্ড বাটার নতুন কালেকশন ‘স্টারলাইট’। অনন্য এই কালেকশন আপনার বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি, ঈদের আনন্দকেও বহুগুণ বাড়িয়ে তুলবে। আপনার রুচি ক্ল্যাসিক বা আধুনিক—যেমনই হোক না কেন, বাটার নতুন এই কালেকশন আপনার প্রতিটি মুহূর্তকে আরও বেশি আনন্দদায়ক ও আত্মবিশ্বাসী করে তুলবে।
বাটা স্টারলাইট কালেকশনে দৃষ্টিনন্দন ও নতুন সব ডিজাইন রয়েছে, যা আপনার সৌন্দর্য ও স্বচ্ছন্দ—দুটিই নিশ্চিত করবে। নারীদের জন্য রয়েছে ক্রিস্টাল ট্রেন্ডিং হিল থেকে শুরু করে আধুনিক আপারের আরামদায়ক স্যান্ডেল।
পাশাপাশি পুরুষদের জন্যও থাকছে নানা রকমের ড্রেস শু, মোকাসিন, সামার স্যান্ডেল ও গরমকালের উপযোগী অন্যান্য ফ্যাশনেবল জুতা। পুরুষদের জন্য বিশেষ এক্সক্লুসিভ লেদার রেঞ্জ ঈদের উদ্যাপনকে আরও বহুগুণ বাড়িয়ে তুলবে। আপনার ঈদের স্টাইলকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারবে এমন সব জুতার সংগ্রহই রয়েছে স্টারলাইট কালেকশনে।
সবার সাধ্যের মধ্যে কিছু না কিছু রাখার চেষ্টা করে বাটা। তাই স্টারলাইট কালেকশনে পুরুষদের জুতার দাম থাকছে ৪৯৯ থেকে ১৬,৯৯৯ টাকার মধ্যে, নারীদের জুতার দাম ৪৯৯ থেকে ৫,৯৯৯ টাকার মধ্যে এবং শিশুদের জুতার দাম থাকছে মাত্র ৪৯৯ থেকে ৩,৯৯৯ টাকার মধ্যে।
বিভিন্ন ব্যাংকের কার্ড ও মোবাইল ওয়ালেটের মাধ্যমে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের জন্য বিশেষ ক্যাশব্যাক ও কুপন সুবিধাও দিচ্ছে বাটা।
বাটা রেড লেবেল, বাটা কমফিট, পাওয়ার, নর্থ স্টার, ওয়েনব্রেইনার, বাবলগামারস, হাশ-পাপিস এবং সোলের মতো ব্র্যান্ডের আইকনিক ঈদ কালেকশনের সঙ্গে এই ঈদে আপনি পাচ্ছেন সেরা মান ও স্টাইল। বাটার প্রতিটি জুতাই সেরা ডিজাইন, উন্নত উপকরণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি, যা সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য ও স্থায়িত্ব নিশ্চিত করে।
মেমোরি ফোম, অর্থোলাইট কুশনিং, লাইটওয়েট ফিচারের লাইফ অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যসহ ট্রেন্ডি সব জুতা নিয়ে এসেছে বাটা। তাই ঈদের নামাজ কিংবা পরিবারের সঙ্গে কোথাও দাওয়াত খেতে যাওয়া; অথবা বন্ধুদের সঙ্গে আনন্দের সন্ধ্যা উদ্যাপনে বাটার স্টারলাইট কালেকশনের এই আরামদায়ক ও স্টাইলিশ জুতা আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে, আর আপনার ব্যক্তিত্বকে দেবে অনন্য মাত্রা।
আড়াই হাজারের বেশি ডিজাইনের জুতার পাশাপাশি ঈদ সামনে রেখে বর্তমানে আরও ১ হাজারের বেশি নতুন ডিজাইনের জুতা যোগ হয়েছে বাটার অনলাইন প্ল্যাটফর্মে। অনলাইন ক্রেতাদের বাড়তি সুবিধা দিতে এখন Batabd.com-এ সাপ্তাহিক ফ্ল্যাশ ডিল ও ফ্রি শিপিং অফার থাকছে।
আপনার অপেক্ষায় রয়েছে দেশজুড়ে বাটার আড়াই শর বেশি আউটলেট। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আর নিজের স্টারলাইট জুতাটি সংগ্রহ করে নিন আপনিও!
ঈদ উৎসবকে আরও জমজমাট করে তুলতে চলে এসেছে শীর্ষ ফুটওয়্যার ব্র্যান্ড বাটার নতুন কালেকশন ‘স্টারলাইট’। অনন্য এই কালেকশন আপনার বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি, ঈদের আনন্দকেও বহুগুণ বাড়িয়ে তুলবে। আপনার রুচি ক্ল্যাসিক বা আধুনিক—যেমনই হোক না কেন, বাটার নতুন এই কালেকশন আপনার প্রতিটি মুহূর্তকে আরও বেশি আনন্দদায়ক ও আত্মবিশ্বাসী করে তুলবে।
বাটা স্টারলাইট কালেকশনে দৃষ্টিনন্দন ও নতুন সব ডিজাইন রয়েছে, যা আপনার সৌন্দর্য ও স্বচ্ছন্দ—দুটিই নিশ্চিত করবে। নারীদের জন্য রয়েছে ক্রিস্টাল ট্রেন্ডিং হিল থেকে শুরু করে আধুনিক আপারের আরামদায়ক স্যান্ডেল।
পাশাপাশি পুরুষদের জন্যও থাকছে নানা রকমের ড্রেস শু, মোকাসিন, সামার স্যান্ডেল ও গরমকালের উপযোগী অন্যান্য ফ্যাশনেবল জুতা। পুরুষদের জন্য বিশেষ এক্সক্লুসিভ লেদার রেঞ্জ ঈদের উদ্যাপনকে আরও বহুগুণ বাড়িয়ে তুলবে। আপনার ঈদের স্টাইলকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারবে এমন সব জুতার সংগ্রহই রয়েছে স্টারলাইট কালেকশনে।
সবার সাধ্যের মধ্যে কিছু না কিছু রাখার চেষ্টা করে বাটা। তাই স্টারলাইট কালেকশনে পুরুষদের জুতার দাম থাকছে ৪৯৯ থেকে ১৬,৯৯৯ টাকার মধ্যে, নারীদের জুতার দাম ৪৯৯ থেকে ৫,৯৯৯ টাকার মধ্যে এবং শিশুদের জুতার দাম থাকছে মাত্র ৪৯৯ থেকে ৩,৯৯৯ টাকার মধ্যে।
বিভিন্ন ব্যাংকের কার্ড ও মোবাইল ওয়ালেটের মাধ্যমে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের জন্য বিশেষ ক্যাশব্যাক ও কুপন সুবিধাও দিচ্ছে বাটা।
বাটা রেড লেবেল, বাটা কমফিট, পাওয়ার, নর্থ স্টার, ওয়েনব্রেইনার, বাবলগামারস, হাশ-পাপিস এবং সোলের মতো ব্র্যান্ডের আইকনিক ঈদ কালেকশনের সঙ্গে এই ঈদে আপনি পাচ্ছেন সেরা মান ও স্টাইল। বাটার প্রতিটি জুতাই সেরা ডিজাইন, উন্নত উপকরণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি, যা সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য ও স্থায়িত্ব নিশ্চিত করে।
মেমোরি ফোম, অর্থোলাইট কুশনিং, লাইটওয়েট ফিচারের লাইফ অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যসহ ট্রেন্ডি সব জুতা নিয়ে এসেছে বাটা। তাই ঈদের নামাজ কিংবা পরিবারের সঙ্গে কোথাও দাওয়াত খেতে যাওয়া; অথবা বন্ধুদের সঙ্গে আনন্দের সন্ধ্যা উদ্যাপনে বাটার স্টারলাইট কালেকশনের এই আরামদায়ক ও স্টাইলিশ জুতা আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে, আর আপনার ব্যক্তিত্বকে দেবে অনন্য মাত্রা।
আড়াই হাজারের বেশি ডিজাইনের জুতার পাশাপাশি ঈদ সামনে রেখে বর্তমানে আরও ১ হাজারের বেশি নতুন ডিজাইনের জুতা যোগ হয়েছে বাটার অনলাইন প্ল্যাটফর্মে। অনলাইন ক্রেতাদের বাড়তি সুবিধা দিতে এখন Batabd.com-এ সাপ্তাহিক ফ্ল্যাশ ডিল ও ফ্রি শিপিং অফার থাকছে।
আপনার অপেক্ষায় রয়েছে দেশজুড়ে বাটার আড়াই শর বেশি আউটলেট। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আর নিজের স্টারলাইট জুতাটি সংগ্রহ করে নিন আপনিও!
দেশীয় কৃষিতে সমাধান দিতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এসিআই মোটরস। পয়লা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সোনালিকা ট্রাক্টরের দুটি নতুন মডেল উদ্বোধন করা হয়েছে। নতুন এই মডেল দুটি হলো সোনালিকা ৩৫-আরএক্স এবং সোনালিকা অলরাউন্ডার এসএস-৫৫ (১২এফ+৩আর)।
৩ ঘণ্টা আগেজব্দ করা ব্যাংক হিসাব থেকে টাকা তুলেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবাল। আর তাঁকে অর্থ উত্তোলনের এই সুযোগ করে দিয়েছে তাঁরই মালিকানাধীন প্রিমিয়ার ব্যাংক। তিনি প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৯৯ সাল থেকে তিনি ব্যাংকের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ৫ আগস্ট আওয়াম
৩ ঘণ্টা আগেদুবাই ডার্মায় বিপুল অঙ্কের রপ্তানি আদেশ পেয়েছে রিমার্ক এলএলসি ইউএসএর মেডিকেটেড স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল। এর মধ্যে বাংলাদেশে উৎপাদিত সিওডিলের পণ্যের রপ্তানি আদেশ মিলেছে প্রায় ২ মিলিয়ন ডলারের; যা বাংলাদেশের স্কিন কেয়ার ইন্ডাস্ট্রির জন্য মাইলফলক।
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নানা আর্থিক অস্থিরতা, রাজনৈতিক টানাপোড়েন ও বাণিজ্যযুদ্ধের মাঝেও চমক দেখিয়েছে রুশ রুবল। বিশ্ব অর্থনীতির ঘূর্ণিপাকে যখন অধিকাংশ মুদ্রাই দুর্বল হয়েছে, তখন রুবলের উত্থান আন্তর্জাতিক বাজারে নজর কেড়েছে। চলতি বছর বিশ্বের সবচেয়ে ভালো পারফর্ম করা মুদ্রায় পরিণত হয়েছে রুশ রুবল। যুদ্ধকালীন অস্থিরতার
৩ ঘণ্টা আগে