Ajker Patrika

সেরা অভ্যন্তরীণ এয়ারলাইনস ইউএস-বাংলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ২৩: ৪৯
সেরা অভ্যন্তরীণ এয়ারলাইনস ইউএস-বাংলা

নিয়মিত আকাশ ভ্রমণকারীদের জরিপে ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইনস ২০২২’-এর স্বীকৃতি পেয়েছে দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস।

অন্যদিকে দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইনস ‘অব দ্য ইয়ার ২০২২’ নির্বাচিত হয়েছে। কাতার এয়ারওয়েজ এবং এয়ার অ্যারাবিয়া যথাক্রমে সেরা কার্গো এয়ারলাইনস এবং সেরা বাজেট এয়ারলাইনসের পুরস্কার লাভ করেছে। 

প্রায় তিন মাস ধরে নিয়মিত ভ্রমণকারীদের মধ্যে পরিচালিত মতামত জরিপের ভিত্তিতে বাংলাদেশে চলাচলকারী এয়ারলাইনসগুলোকে পুরস্কৃত করা হয়। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ মনিটর আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী এয়ারলাইনসগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। 

ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ অ্যাভিয়েশন সেক্টরে অসামান্য অবদানের জন্য জুরিবোর্ডের বিশেষ বিবেচনায় ‘এয়ারলাইনস উদ্যোক্তা ২০২২’ সম্মাননা লাভ করেন। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপলাভারের হেড অব অপারেশনস নিশা তাসনীম, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং এয়ারলাইনস অব দ্য ইয়ার ২০২২ জুরিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। 

বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী এয়ারলাইনসগুলোকে ১৩টি বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ ট্রফি দেওয়া হয়। এ বছর সর্বাধিকসংখ্যক ৫টি ক্যাটাগরিতে গোল্ড ট্রফি লাভ করেছে এমিরেটস, যার মধ্যে রয়েছে সেরা বিজনেস শ্রেণি, বিজনেস শ্রেণিতে সেরা খাবার, সেরা ইনফ্লাইট বিনোদনব্যবস্থা, সেরা দূরপাল্লার এয়ারলাইনস এবং সেরা এয়ারলাইনস। 

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩টি ক্যাটাগরিতে প্রথমবারের মতো গোল্ড ট্রফি লাভ করেছে। এর মধ্যে রয়েছে সেরা ইকোনমি শ্রেণি, ইকোনমি শ্রেণিতে সেরা খাবার এবং সেরা আঞ্চলিক এয়ারলাইনস। 

সেরা কার্গো এয়ারলাইনস ছাড়াও কাতার এয়ারওয়েজ এ বছর ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ক্যাটাগরিতে গোল্ড ট্রফি অর্জন করেছে। সেরা বাজেট এয়ারলাইনসের স্বীকৃতি পেয়েছে এয়ার অ্যারাবিয়া এবং অনটাইম পারফরম্যান্সের জন্য অভ্যন্তরীণ বিভাগে নভোএয়ারকে গোল্ড ট্রফি দেওয়া হয়। 

এয়ারলাইনস অব দ্য ইয়ার মতামত জরিপে বিচারকের ভূমিকায় ছিলেন বিভিন্ন সেক্টর থেকে নির্বাচিত প্রতিনিধিরা। ৯ সদস্যবিশিষ্ট জুরিবোর্ড জরিপের ফলাফল পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই-বাছাইয়ের পর বিজয়ীদের নির্বাচন করে। 

দেশের শীর্ষস্থানীয় অ্যাভিয়েশন ও পর্যটনবিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর ২০০৭ সাল থেকে এয়ারলাইনস অব দ্য ইয়ার আয়োজন করে আসছে। দেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপলাভার এবং হসপিটালিটি পার্টনার হিসেবে ভূমিকা রাখে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত