Ajker Patrika

ফ্লাইটের সময় ১ ঘণ্টা এগিয়েছে থাই এয়ারওয়েজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৫: ৩৮
ফ্লাইটের সময় ১ ঘণ্টা এগিয়েছে থাই এয়ারওয়েজ

ঢাকা-ব্যাংকক ও ব্যাংকক-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইটের সময়সূচি এক ঘণ্টা এগিয়েছে থাই এয়ারওয়েজ। শুধু মার্চ মাসের জন্য ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এরপর আগের সূচিতেই ফ্লাইট চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

বর্তমানে ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে এয়ারলাইনসটি প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে সপ্তাহে তিনটি ফ্লাইটের সময় পরিবর্তন করেছে তারা। 

থাই এয়ারওয়েজ জানায়, থাই এয়ারওয়েজের ঢাকা থেকে ব্যাংকক রুটের সপ্তাহে সোম, বুধ ও শুক্রবারের ফ্লাইটগুলো (টিজি-৩২২) আগে দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকা থেকে রওনা হতো। এই সময় এক ঘণ্টা এগিয়ে ১২টা ৪০ মিনিট করা হয়েছে। 

একইভাবে ব্যাংকক থেকে ঢাকা রুটের ওই তিন দিনের ফ্লাইট (টিজি-৩২১) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে ব্যাংকক ছাড়ত। ফ্লাইটটি এক ঘণ্টা আগে এগিয়ে ৮টা ৫৫ মিনিটে ছাড়বে। 

উল্লেখ্য, থাই এয়ারওয়েজ বর্তমানে ঢাকা থেকে ব্যাংকক রুটে সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইট পরিচালনার জন্য তারা বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ ব্যবহার করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত