রাজধানীর উত্তরার এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ২৩ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। গতকাল সোমবার উত্তরার ১৪ নম্বর সেক্টর প্লে গ্রাউন্ডে এই ক্রীড়া প্রতিযোগিতা ও সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ মো. আনিসুর রহমান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের ফাউন্ডার চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান (আক্তার)।
২০ শিক্ষার্থীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক মহেশ শ্রীবাস্তব, ঢাকা উত্তর সিটি করপোরেশন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আফসার উদ্দিন খান, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক মো. গোলাম মোস্তফা, ক্যামব্রিজ এসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশনের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শাহিন রেজা, পিয়ারসন পিএলসির রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার লিটন আব্দুল্লাহ, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক জুনায়েদ আহমেদ, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেসের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার কাজী নাহিয়ান, ক্যামব্রিজ এসেসমেন্ট ইংলিশের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার কায়েস উদ্দিন আহমেদ প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদ ও ম্যানেজিং কমিটির সকল সদস্যরা, উত্তরা শাখার সকল টিচিং ও ননটিচিং স্টাফ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে অতিথিরা জাতীয় পতাকা ও স্কুলের পতাকা উত্তোলন করেন। পরে তাঁরা বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
শিক্ষার্থীদের প্যারেড ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রায় ৪০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক একটি ডিসপ্লে অনুষ্ঠিত হয়। ডিসপ্লের মাধ্যমে বাংলাদেশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধি, ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় ফুটিয়ে তোলা হয়।
শুরু হয় মার্চ পাস্ট। নেতৃত্ব দেয় পঞ্চম শ্রেণির ছাত্র ফায়েজ মাসিরা। মার্চ পাস্ট শেষে দেশাত্মবোধক গানের সঙ্গে ডিসপ্লে পরিবেশন করে উত্তরা শাখার এলিমেন্টারি সেকশনের সম্মিলিত দল। পরে শুরু হয় শ্রেণিভিত্তিক ও ছাত্রছাত্রীদের পৃথক ক্রীড়া প্রতিযোগিতা। খেলা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মেডেল পুরস্কার দেওয়া হয়। যারা জিততে পারেনি তাদের দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার। শিক্ষার্থীদের খেলাধুলা শেষে ছিল মুসলিম পারসোনা ড্রেস আপ চ্যালেঞ্জ (যেমন খুশি তেমন সাজো) প্রতিযোগিতা। এ জন্যও পুরস্কারের ব্যবস্থা ছিল। সবশেষে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. আনিসুর রহমান সোহাগ বলেন, একটি থিওরি আছে, যার নাম ১০ হাজার ঘণ্টা থিওরি। একজন মানুষ যদি ১০ হাজার ঘণ্টা কোনো একটি বিষয় নিয়ে লেগে থাকেন, তবে সেই বিষয়ে তিনি পণ্ডিত হয়ে যাবেন।
তিনি বলেন, একটি মোমবাতি থেকে যেমন অসংখ্য মোমবাতি জ্বলে; তেমনি একজন আলোকিত মানুষ অসংখ্য আলো ছড়িয়ে আলোকিত সমাজ গড়ে। তিনি শিক্ষার্থীদের বেশি করে বই পড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনসহ খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পরীক্ষায় ভালো ফল করার প্রতি জোর দেন।
অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা শাখা পরিবারের ২৩ মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সৈনিক ও বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেন। এ সময় বক্তারা ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরেন।
রাজধানীর উত্তরার এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ২৩ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। গতকাল সোমবার উত্তরার ১৪ নম্বর সেক্টর প্লে গ্রাউন্ডে এই ক্রীড়া প্রতিযোগিতা ও সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ মো. আনিসুর রহমান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের ফাউন্ডার চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান (আক্তার)।
২০ শিক্ষার্থীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক মহেশ শ্রীবাস্তব, ঢাকা উত্তর সিটি করপোরেশন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আফসার উদ্দিন খান, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক মো. গোলাম মোস্তফা, ক্যামব্রিজ এসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশনের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শাহিন রেজা, পিয়ারসন পিএলসির রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার লিটন আব্দুল্লাহ, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক জুনায়েদ আহমেদ, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেসের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার কাজী নাহিয়ান, ক্যামব্রিজ এসেসমেন্ট ইংলিশের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার কায়েস উদ্দিন আহমেদ প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদ ও ম্যানেজিং কমিটির সকল সদস্যরা, উত্তরা শাখার সকল টিচিং ও ননটিচিং স্টাফ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে অতিথিরা জাতীয় পতাকা ও স্কুলের পতাকা উত্তোলন করেন। পরে তাঁরা বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
শিক্ষার্থীদের প্যারেড ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রায় ৪০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক একটি ডিসপ্লে অনুষ্ঠিত হয়। ডিসপ্লের মাধ্যমে বাংলাদেশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধি, ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় ফুটিয়ে তোলা হয়।
শুরু হয় মার্চ পাস্ট। নেতৃত্ব দেয় পঞ্চম শ্রেণির ছাত্র ফায়েজ মাসিরা। মার্চ পাস্ট শেষে দেশাত্মবোধক গানের সঙ্গে ডিসপ্লে পরিবেশন করে উত্তরা শাখার এলিমেন্টারি সেকশনের সম্মিলিত দল। পরে শুরু হয় শ্রেণিভিত্তিক ও ছাত্রছাত্রীদের পৃথক ক্রীড়া প্রতিযোগিতা। খেলা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মেডেল পুরস্কার দেওয়া হয়। যারা জিততে পারেনি তাদের দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার। শিক্ষার্থীদের খেলাধুলা শেষে ছিল মুসলিম পারসোনা ড্রেস আপ চ্যালেঞ্জ (যেমন খুশি তেমন সাজো) প্রতিযোগিতা। এ জন্যও পুরস্কারের ব্যবস্থা ছিল। সবশেষে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. আনিসুর রহমান সোহাগ বলেন, একটি থিওরি আছে, যার নাম ১০ হাজার ঘণ্টা থিওরি। একজন মানুষ যদি ১০ হাজার ঘণ্টা কোনো একটি বিষয় নিয়ে লেগে থাকেন, তবে সেই বিষয়ে তিনি পণ্ডিত হয়ে যাবেন।
তিনি বলেন, একটি মোমবাতি থেকে যেমন অসংখ্য মোমবাতি জ্বলে; তেমনি একজন আলোকিত মানুষ অসংখ্য আলো ছড়িয়ে আলোকিত সমাজ গড়ে। তিনি শিক্ষার্থীদের বেশি করে বই পড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনসহ খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পরীক্ষায় ভালো ফল করার প্রতি জোর দেন।
অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা শাখা পরিবারের ২৩ মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সৈনিক ও বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেন। এ সময় বক্তারা ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরেন।
অসুস্থতা, দুর্ঘটনাসহ বিপদে-আপদে বিশ্বজুড়ে মানুষের ভরসার কেন্দ্র ‘বিমা’। বিমা পলিসি করা থাকলেই হাসপাতালের বিল পরিশোধ বা দুর্ঘটনার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কোনো চিন্তা করতে হয় না গ্রাহককে। গ্রাহকের হয়ে বিমা কোম্পানিই সব শোধ করে দেয়। কিন্তু বাংলাদেশের বিমা খাত এখনো সেই ভরসার জায়গা হয়ে উঠতে পারেনি।
৫ ঘণ্টা আগেপেঁয়াজের মৌসুম এখনো শেষ হয়নি। তার আগেই দাম বাড়তে শুরু করেছে। বাজারে দাম আরও বাড়বে; সেই আশায় কৃষক, ফড়িয়া, ব্যবসায়ী—সবাই সাধ্যমতো পেঁয়াজ ধরে রাখছেন, সুবিধামতো সময়ে ছাড়ছেন অল্প অল্প করে। আর এতেই মোকামে বাড়ছে পণ্যটির দাম, যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে।
৫ ঘণ্টা আগেদক্ষিণ এশিয়ার বাণিজ্য মানচিত্রে বাংলাদেশের অবস্থান বদলে দিতে যাচ্ছে মাতারবাড়ী। বহুল কাঙ্ক্ষিত গভীর সমুদ্রবন্দর প্রকল্পটি এখন আর কাগজে আঁকা স্বপ্ন নয়, সেটি বাস্তবায়নের মোক্ষম বাঁক পেরিয়ে প্রবেশ করতে যাচ্ছে নির্মাণপর্বে। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ঢাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জাপানের দুটি
৫ ঘণ্টা আগে৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নিয়ে বাংলাদেশ সফর শেষ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। তবে এবারের মিশনে পূর্বের মতো সফরের শেষে ‘স্টাফ লেভেল অ্যাগ্রিমেন্ট’ হয়নি। আইএমএফের এই সিদ্ধান্ত, অর্থাৎ চুক্তি ছাড়াই মিশন শেষ করা, পূর্বের রীতি থেকে একটি বড়
৬ ঘণ্টা আগে