Ajker Patrika

এসিআই ক্রপ কেয়ার কনক্লেভ ২০২২ 

আপডেট : ০৫ জুলাই ২০২২, ২০: ৩১
এসিআই ক্রপ কেয়ার কনক্লেভ ২০২২ 

এসিআই ফরমুলেশনস লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান এসিআই ক্রপ কেয়ার বিজনেসের কনক্লেভ ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

৩ জুলাই কক্সবাজারের হোটেল দি কক্স টুডেতে অনুষ্ঠিত কনক্লেভে সারা দেশ থেকে বিভিন্ন পর্যায়ের ১৬০ জন ফিল্ড ফোর্সসহ প্রতিষ্ঠানের সব পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। সম্পূর্ণ অনুষ্ঠান এসিআই ক্রপ কেয়ার মার্কেটিং ও সেলস সাপোর্ট টিমের পরিচালনায় সম্পন্ন হয়।

 ২০২১-২২ অর্থবছরের সার্বিক ব্যবসায়ের নানা সাফল্য এবং ২০২২-২৩ অর্থবছরের এসিআই ক্রপ কেয়ারের উদ্দেশ্য, লক্ষ্যমাত্রার সুনির্দিষ্ট দিকনির্দেশনা কনক্লেভে আলোচনা হয়।

দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই ফরমুলেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস। তাঁর বক্তব্যে ফসল সুরক্ষা ও বাংলাদেশের কৃষি উন্নয়নে এসিআই ক্রপ কেয়ারের অবদান ও কৃষকের জীবনযাত্রার মান উন্নয়নের সংকল্প পুনর্ব্যক্ত করেন।

কনক্লেভে ব্যবস্থাপনা পরিচালক বিগত বছরের সেরা সাফল্য অর্জনকারী সব পর্যায়ের অফিসারদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

এসিআই ফরমুলেশনস লিমিটেডের অপারেশনস ডিরেক্টর ড. মুক্তার আহমেদ সরকার চলতি অর্থবছরে ক্রপ কেয়ার ব্যবসায়ের বিষয়ে কৌশল ও করণীয় নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. আব্দুর রহমান, ন্যাশনাল সেলস ম্যানেজার মো. হুমায়ূন কবীর, এসিআই ক্রপ কেয়ারের হেড অব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সুবীর চৌধুরী, এসিআই ক্রপ কেয়ারের ডেপুটি মার্কেটিং ম্যানেজার মোশাররফ হোসেন ভূঁঞা, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার জামিল আহমেদ, অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার আবু বকর সিদ্দিক ও জোনাল হেডরা বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত