বিজ্ঞপ্তি
দেশের কর্মক্ষেত্র তো বটেই, সারা বিশ্বের চাহিদা অনুযায়ী তরুণদের প্রস্তুত হতে হবে বলে মনে করছেন রংপুরের এক নীতি আলোচনার বক্তারা। তাঁরা বলেন, বিশ্বগ্রামের এই যুগে শুধু দেশের চাকরিক্ষেত্র নয়, সারা পৃথিবীতে কী ধরনের দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, সে সম্পর্কে জ্ঞান রেখে নিজেকে উপযোগী করে গড়ে তুলতে হবে।
আজ রোববার সকালে রংপুরের আরডিআরএস অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘যুব কর্মসংস্থান: প্রত্যাশা ও সুপারিশ’ শীর্ষক নীতি আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ইউএসএআইডির অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের আওতায় এই আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় রংপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মাগফুর হোসেন রিপন বলেন, ইন্টারনেট ও মোবাইল ফোন ব্যবহার করে তরুণদের কাজের উপযোগী করে বিশ্ব দরবারে উপস্থাপন করতে হবে। চাকরি এবং কর্মসংস্থানকে দেশের গণ্ডিতে আটকে না রেখে, কর্মক্ষেত্রকে আরও বিস্তৃত করে নিজেকে বিশ্বগ্রামের নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে।
বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই উল্লেখ করে রংপুর মহানগর সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি খন্দকার ফখরুল আনাম সেতু বলেন, শুধু একাডেমিক শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ সম্ভব নয়। নিজের মেধা, আত্মবিশ্বাস এবং কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ সম্ভব বলে তিনি মন্তব্য করেন। রংপুর অঞ্চলের কিছু উদ্যোক্তার উদাহরণ দিয়ে তিনি বলেন, উদ্যোক্তা হতে অনেক অর্থের প্রয়োজন নেই, প্রয়োজন ইচ্ছাশক্তির।
দেশের বিভিন্ন জেলার মতো রংপুর নগরের আরডিআরএস অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন। আজ রোববার সকাল ১০টায় শুরু হওয়া এই ক্যাম্পেইনে অংশ নেন রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের একঝাঁক তরুণ শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
রংপুর কারমাইকেল কলেজ বিতর্ক পরিষদের সাবেক মুখ্য সমন্বয়ক জয় লালার সঞ্চালনায় এই নীতি আলোচনায় আরও বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মাতুজ্জাহান মুন ও বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশনের (ব্রুডা) সভাপতি সাব্বির আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আলী ইজাদ। তিনি ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন পরিচিতি তুলে ধরেন এবং সব নাগরিককে তাঁদের দাবিদাওয়া ও মতামত ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।
ইউএসএইডের স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আমিও জিততে চাই ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় আলোচনা, নাট্য প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পরিচালনা করছে। ক্যাম্পেইনটির আওতায় সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে নাগরিকদের দাবি ও মতামত।
নীতি আলোচনায় নারী, শিশু, যুব এবং প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক সেবা নিশ্চিত এবং স্বচ্ছতা ও জবাবদিহির পাশাপাশি টেকসই অবকাঠামোগত উন্নয়ন ও স্থানীয় সম্প্রীতির বিষয়গুলো তুলে ধরেন বক্তারা। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন ইস্যুতে তাদের মতামত ও সমাধান তুলে ধরেন।
নীতি আলোচনা ছাড়াও অনুষ্ঠানে ইন্টারেকটিভ থিয়েটার পারফরম্যান্স, কুইজ ও ভিডিও মেসেজ প্রতিযোগিতা এবং ক্যাম্পেইনের রিল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা তাঁদের নাগরিক অধিকার বিষয়ক দাবি, মতামত, প্রত্যাশা ও সমকালীন বিভিন্ন ইস্যুতে তাদের সমাধান তুলে ধরেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
দেশের কর্মক্ষেত্র তো বটেই, সারা বিশ্বের চাহিদা অনুযায়ী তরুণদের প্রস্তুত হতে হবে বলে মনে করছেন রংপুরের এক নীতি আলোচনার বক্তারা। তাঁরা বলেন, বিশ্বগ্রামের এই যুগে শুধু দেশের চাকরিক্ষেত্র নয়, সারা পৃথিবীতে কী ধরনের দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, সে সম্পর্কে জ্ঞান রেখে নিজেকে উপযোগী করে গড়ে তুলতে হবে।
আজ রোববার সকালে রংপুরের আরডিআরএস অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘যুব কর্মসংস্থান: প্রত্যাশা ও সুপারিশ’ শীর্ষক নীতি আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ইউএসএআইডির অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের আওতায় এই আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় রংপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মাগফুর হোসেন রিপন বলেন, ইন্টারনেট ও মোবাইল ফোন ব্যবহার করে তরুণদের কাজের উপযোগী করে বিশ্ব দরবারে উপস্থাপন করতে হবে। চাকরি এবং কর্মসংস্থানকে দেশের গণ্ডিতে আটকে না রেখে, কর্মক্ষেত্রকে আরও বিস্তৃত করে নিজেকে বিশ্বগ্রামের নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে।
বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই উল্লেখ করে রংপুর মহানগর সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি খন্দকার ফখরুল আনাম সেতু বলেন, শুধু একাডেমিক শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ সম্ভব নয়। নিজের মেধা, আত্মবিশ্বাস এবং কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ সম্ভব বলে তিনি মন্তব্য করেন। রংপুর অঞ্চলের কিছু উদ্যোক্তার উদাহরণ দিয়ে তিনি বলেন, উদ্যোক্তা হতে অনেক অর্থের প্রয়োজন নেই, প্রয়োজন ইচ্ছাশক্তির।
দেশের বিভিন্ন জেলার মতো রংপুর নগরের আরডিআরএস অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন। আজ রোববার সকাল ১০টায় শুরু হওয়া এই ক্যাম্পেইনে অংশ নেন রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের একঝাঁক তরুণ শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
রংপুর কারমাইকেল কলেজ বিতর্ক পরিষদের সাবেক মুখ্য সমন্বয়ক জয় লালার সঞ্চালনায় এই নীতি আলোচনায় আরও বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মাতুজ্জাহান মুন ও বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশনের (ব্রুডা) সভাপতি সাব্বির আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আলী ইজাদ। তিনি ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন পরিচিতি তুলে ধরেন এবং সব নাগরিককে তাঁদের দাবিদাওয়া ও মতামত ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।
ইউএসএইডের স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আমিও জিততে চাই ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় আলোচনা, নাট্য প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পরিচালনা করছে। ক্যাম্পেইনটির আওতায় সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে নাগরিকদের দাবি ও মতামত।
নীতি আলোচনায় নারী, শিশু, যুব এবং প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক সেবা নিশ্চিত এবং স্বচ্ছতা ও জবাবদিহির পাশাপাশি টেকসই অবকাঠামোগত উন্নয়ন ও স্থানীয় সম্প্রীতির বিষয়গুলো তুলে ধরেন বক্তারা। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন ইস্যুতে তাদের মতামত ও সমাধান তুলে ধরেন।
নীতি আলোচনা ছাড়াও অনুষ্ঠানে ইন্টারেকটিভ থিয়েটার পারফরম্যান্স, কুইজ ও ভিডিও মেসেজ প্রতিযোগিতা এবং ক্যাম্পেইনের রিল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা তাঁদের নাগরিক অধিকার বিষয়ক দাবি, মতামত, প্রত্যাশা ও সমকালীন বিভিন্ন ইস্যুতে তাদের সমাধান তুলে ধরেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ভূমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতাসহ নানা জটিলতা কাটিয়ে পাবনার নগরবাড়ী নৌবন্দরের নির্মাণকাজ প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে প্রকল্পের কাজ ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে, যদিও প্রকল্পের সময়সীমা দুবার বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষের দাবি, বন্দরের কাজ সম্পন্ন হলে জাহাজ থেকে পণ্য খালাসের গতি কমপক্ষে ১০ গুণ বাড়বে। এক
৩ ঘণ্টা আগেবাজার তদারকিতে আগের সরকার যেসব উদ্যোগ নিয়েছিল, বর্তমান সরকারও একই রকম উদ্যোগ গ্রহণ করছে। এর ফলে আমরা নীতির দুষ্টচক্রের মধ্যে পড়েছি, এটা অবশ্যই ভাঙতে হবে। বিশেষ করে, নিত্যপণ্যের সরবরাহব্যবস্থার ক্ষেত্রে। বাজার বর্তমানে কিছু প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে, যেখানে প্রতিযোগিতার অভাব সুস্পষ্ট। আগের
৪ ঘণ্টা আগেদেশের অন্যতম শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি করপোরেট বিমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় রবি ও এর সহযোগী প্রতিষ্ঠানের ১ হাজার ৪৫০ জনের বেশি কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা গার্ডিয়ান লাইফের বিমা সুবিধা পাবেন।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের শিল্প খাতে টেকসই উন্নয়নের আরেকটি মাইলফলক হিসেবে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএমের নতুন পরিবেশবান্ধব ইস্পাত কারখানা উদ্বোধন করা হয়েছে।
৫ ঘণ্টা আগে