Ajker Patrika

ইউএস-বাংলা মেডিকেল কলেজে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৬: ৫৩
ইউএস-বাংলা মেডিকেল কলেজে জাতীয় শোক দিবস পালন

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে ইউএস-বাংলা মেডিকেল কলেজে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ও ১৫ আগস্টের সব শহীদের স্মরণে জাতীয় শোক দিবস পালন করা হয়।

আজ মঙ্গলবার ইউএস-বাংলা মেডিকেল কলেজ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ৯টার সময় অধ্যক্ষের নেতৃত্বে কলেজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সব শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারী পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বঙ্গবন্ধুসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে কলেজ গ্যালারিতে জাতির পিতার জীবনীভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকেরা অংশ নেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের সচিব সৈয়দ বজরুল আহসান, শিক্ষকদের মধ্যে অধ্যাপক ডা. উম্মে শাহনাজ পারভীন, অধ্যাপক ডা. কর্নেল (অব.) মীর আজিম উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুল গনি, অধ্যাপক ডা. মেহেরুন্নেসা বেগম, অধ্যাপক ডা. রওশন আরা খানম, অধ্যাপক ব্রিগেডিয়ার. জেনারেল (অব.) ডা. মো. আব্দুল মতিন, অধ্যাপক ডা. শেখর ভট্টাচার্য ও উপাধ্যক্ষ ডা. মো. এনায়েত করিম প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ও ত্যাগের কথা সবার সামনে তুলে ধরেন। তাঁরা বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও সব শহীদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

এ সময় জাতীয় শোক দিবস-সম্পর্কিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত