Ajker Patrika

বাংলালিংক এবং এ টি হক লিমিটেডের করপোরেট চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৫১
বাংলালিংক এবং এ টি হক লিমিটেডের করপোরেট চুক্তি স্বাক্ষর

দেশের অন্যতম ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক, অন্যতম ফুড কনজিউমার ব্র্যান্ড এ টি হক লিমিটেডের সঙ্গে একটি করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে। আজ মঙ্গলবার বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াৎ এ তানজীন এবং এ টি হক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আদম তামিজী হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন। 

এই চুক্তির আওতায় এ টি হক লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীরা বাংলালিংকের করপোরেট সংযোগ ব্যবহার করে বিশেষ কলরেট, দ্রুতগতির ডেটাসহ অপারেটরটির আইসিটি ও ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন। 

বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজীন বলেন, ‘দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা হিসেবে আমরা সব সময়ই দেশের ব্যবসাপ্রতিষ্ঠান ও করপোরেশনগুলোকে  সাহায্য করার চেষ্টা করি। আমি বিশ্বাস করি, এই উদ্যোগের ফলে এ টি হক লিমিটেডের কর্মকর্তা ও কর্মীরা উপকৃত হবেন।’ 

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, গভর্নমেন্ট অ্যান্ড স্টেকহোল্ডার রিলেশনস ডিরেক্টর মেহনাজ কবীর, হেড অব  ইমার্জিং ঢাকা নর্থ, এন্টারপ্রাইজ বিজনেস গাজী রাফি আহমেদ শামসসহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত