Ajker Patrika

চায়ের দেশ সিলেটে ইউএস-বাংলার আকর্ষণীয় প্যাকেজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চায়ের দেশ সিলেটে ইউএস-বাংলার আকর্ষণীয় প্যাকেজ

ঢাকা থেকে সিলেট ভ্রমণ আরও বেশি স্বাচ্ছন্দ্যের করতে ইউএস-বাংলা এয়ারলাইনস আকর্ষণীয় ট্যুর প্যাকেজ ঘোষণা দিয়েছে। আজ রোববার কোম্পানির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

বর্তমানে প্রতিদিন ঢাকা-সিলেট রুটে ছয়টি ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। বর্ষার আগমনে পুরো সিলেট যেন রানীর সাজে বর্ণিল হয়ে উঠেছে। বর্ষায় জাফলং, তামাবিল, শাপলা বিল, রাতারগুল, বিছনাকান্দি, সাদা পাথর, মাধবকুণ্ড আর দুটি পাতা একটি কুঁড়ির চা-বাগানের অপরূপ সৌন্দর্যকে পূর্ণতা দিতে ইউএস-বাংলা এয়ারলাইনস সিলেটে আকর্ষণীয় প্যাকেজ অফার ঘোষণা করেছে। 

প্রতিজনের জন্য ন্যূনতম অফার ১১ হাজার ৪৯০ টাকা। ২ রাত ৩ দিনের এই অফারটি কমপক্ষে দুজনের জন্য প্রযোজ্য। অফারের মধ্যে রয়েছে সকল প্রকার ট্যাক্সসহ ঢাকা-সিলেট-ঢাকা রিটার্ন টিকিট, দুই দিনের থাকার ব্যবস্থা ও সকালের নাশতা এবং এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট ট্রান্সফার সুবিধা। অফারের অন্তর্ভুক্ত হোটেলগুলোর মধ্যে রয়েছে হোটেল সাদা পাথর, নিরভানা ইন, হোটেল গ্র্যান্ড সিলেট, নাজিমগড় গার্ডেন রিসোর্ট-খাদিম নগর ও নাজিমগড় উইলডারনেস-লালাখাল। 

আকর্ষণীয় এ অফারটি ইউএস-বাংলা এয়ারলাইনস এর যেকোনো নিজস্ব সেলস্ কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। শর্তসাপেক্ষে অতিরিক্ত রাত ও শিশুদের জন্য প্যাকেজটিতে সংযুক্ত করার সুযোগ রয়েছে। সিলেট ট্যুর প্যাকেজের অফারটি সংগ্রহের সময়সীমা ২৮ অক্টোবর ২০২৩ পর্যন্ত রয়েছে। 

অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে ইউএস-বাংলার সকল সেলস কাউন্টারে অথবা ০১৭৭৭৭৭৭৮৮১-৮৮৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত