Ajker Patrika

মাদানী অ্যাভিনিউতে ব্র্যাক ব্যাংকের স্থানান্তরিত শাখার উদ্বোধন 

মাদানী অ্যাভিনিউতে ব্র্যাক ব্যাংকের স্থানান্তরিত শাখার উদ্বোধন 

ঢাকার গুলশানে মাদানী অ্যাভিনিউতে বিস্তৃত পরিসরে নতুন একটি শাখা চালু করেছে ব্র্যাক ব্যাংক। মূলত এই ব্রাঞ্চটি নতুন বাজার থেকে স্থানান্তরিত করে নতুন স্থানে ‘মাদানী অ্যাভিনিউ ব্রাঞ্চ’ হিসেবে নতুনভাবে নামকরণ করা হয়েছে। 

গত ১৩ মার্চ মাদানী অ্যাভিনিউতে গ্রামীণ বাংলার অক্ষয় টাওয়ারে অবস্থিত ব্রাঞ্চটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক। 

এ ছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের সিনিয়র জোনাল হেডবৃন্দ এ. কে. এম. তারেক এবং তাহের হাসান আল মামুনসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

নতুন পরিসরে শাখা উদ্বোধন উপলক্ষে সেলিম আর. এফ. হোসেন বলেন, ‘বৃহত্তর ব্র্যাক পরিবারের সদস্য হিসেবে ব্র্যাক ব্যাংক সব সময় নতুন নতুন জায়গায় আরও বেশি মানুষের কাছে ব্যাংকিং সেবা নিয়ে পৌঁছে যাওয়ার ব্যাপারে সচেষ্ট। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই এলাকার সাধারণ গ্রাহক এবং ব্যবসায়ীদের উন্নয়নের অংশীদার হতে ব্র্যাক ব্যাংক আধুনিক এবং সর্বোৎকৃষ্ট ব্যাংকিং সেবা নিয়ে তাঁদের দোরগোড়ায় হাজির হবে।’

১৮৭টি ব্রাঞ্চ, ৪০টি সাব–ব্রাঞ্চ, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস এবং ১ হাজার ৮০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে ব্র্যাক ব্যাংক বাংলাদেশে বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক–সম্পন্ন ব্যাংকগুলোর মধ্যে অন্যতম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত