Ajker Patrika

চট্টগ্রামে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির চট্টগ্রাম অঞ্চলের ব্যবসা উন্নয়ন সভা হয়েছে। আজ শনিবার চট্টগ্রামের বেস্ট ওয়েস্টার্ন হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ এবং স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান সৈয়দ মোহাম্মদ সোহেল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মোহাম্মদ মিজানুল কবির, খাতুনগঞ্জ শাখার ম্যানেজার নাসির উদ্দীন চৌধুরী এবং মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান।

ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের সব শাখার ম্যানেজার, অপারেশন ম্যানেজার, ইনভেস্টমেন্ট ইনচার্জ, ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ ও রিকভারি ইনচার্জরাসহ উপশাখার ইনচার্জরা সভায় যোগদান করেন। সভায় চট্টগ্রাম অঞ্চলের সার্বিক ব্যবসা পরিস্থিতি এবং অ্যাসেট ডেভেলপমেন্ট নিয়ে পর্যালোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, ‘সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও বৈশ্বিক সংকটের মধ্যেও সবার আন্তরিক প্রচেষ্টায় আমাদের ব্যাংকের বিভিন্ন অর্জন সম্ভব হয়েছে এবং ব্যাংকের ব্যবসায়িক সূচকও ইতিবাচক ধারায় রয়েছে। বৈদেশিক বাণিজ্য বিশেষকরে আমদানি ও রেমিট্যান্স আহরণে ব্যাংকের উল্লেখযোগ্য সাফল্য রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত