Ajker Patrika

ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে টেলিভিশন ক্রেতাদের আনন্দ বাড়াতে স্মার্ট টেকনোলজিসের ক্যাম্পেইন

ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে টেলিভিশন ক্রেতাদের আনন্দ বাড়াতে স্মার্ট টেকনোলজিসের ক্যাম্পেইন

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে জয়ের জন্য উৎসাহিত করতে ও টেলিভিশন ক্রেতাদের আনন্দ বাড়াতে দেশব্যাপী ক্যাম্পেইন শুরুর ঘোষণা দিয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট)। বাংলাদেশে জাপানের সনির ইলেকট্রনিকস ও বিভিন্ন পরিষেবা বাজারজাত করতে অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানটি গতকাল রোববার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দর্শক-চাহিদার সঙ্গে মানানসই ভরপুর ফিচারের ‘সনি ব্রাভিয়া জে, কে ও এল’ সিরিজের টেলিভিশন মিলছে সনি-স্মার্টের শোরুমে। এ ছাড়া রয়েছে স্মার্ট ব্র্যান্ডের গুগল অ্যান্ড্রয়েড টেলিভিশন। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে এসব টেলিভিশন বিক্রিতে স্পেশাল প্রাইস, স্পেশাল বেনেফিটস, আর ডাবল গিফটের নিশ্চয়তা দিচ্ছে সনি-স্মার্ট।

সংবাদ সম্মেলনে ‘আমরা করব জয়’ ক্যাম্পেইন শুরুর ঘোষণা দিয়ে সনি-স্মার্টের পরিচালক মো. তানভীর হোসেন বলেন, ‘গত ২৬ জুলাই থেকে ছোট কিংবা বড়, সনি-স্মার্টের শোরুম থেকে সনির যেকোনো টেলিভিশন কিনলেই ঢাকার পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে থাকা-খাওয়া-বিনোদনসহ পণ্যভেদে বিভিন্ন ধরনের বিশেষ সুবিধা পাচ্ছেন ক্রেতারা।’

তানভীর হোসেন আরও বলেন, ‘এই অফারের আওতায় গ্রাহকদের কাছে থাকা যেকোনো ব্র্যান্ডের পুরোনো কিন্তু সচল ল্যাপটপ, সিআরটি টিভি, এলসিডি কিংবা এলইডি টিভি সনি-স্মার্টের অনুমোদিত বিক্রয়কেন্দ্রে জমা দিয়ে ব্রাভিয়া সনির নতুন টেলিভিশন কেনার ক্ষেত্রে ১৯ হাজার থেকে শুরু করে ২ লাখ ৩১ হাজার টাকা পর্যন্ত ট্রেড-ইন ভ্যালুও দিচ্ছি আমরা। সঙ্গে থাকছে নিশ্চিত উপহার। আসন্ন বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ২০২৩ সালের সনি ব্রাভিয়া ‘এল’ সিরিজের ১০টি নতুন মডেলের টেলিভিশন যুক্ত হয়েছে আমাদের শোরুমে।’

তিনি আরও বলেন, ‘শুধু ব্যবসা করাই আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের দায়িত্ব, দেশের ক্রিকেটকে উৎসাহিত করা। এই কাজে আমদের ক্রেতাদেরও যুক্ত করা। এ কারণেই এবার আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট টিমকে উৎসাহিত করে আমাদের ক্রেতারাও যাতে দ্বিগুণ আনন্দ পান, সে ব্যবস্থাও গ্রহণ করেছি আমরা। চলমান এক্সচেঞ্জ অফার, জেনুইন প্রাইস, স্পেশাল বেনেফিটসের পাশাপাশি সনি-স্মার্টের শোরুম থেকে সনি টিভি কিনলে তাৎক্ষণিক ছয় হাজার টাকা মূল্যের একটি স্মার্ট কারাওকে বিনা মূল্যে জেতার সুযোগ পাবেন ক্রেতারা।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ‘গত ৭৭ বছর ধরে বিশ্বব্যাপী প্রযুক্তিগত উদ্ভাবন এবং বিনোদন বাজারের শীর্ষে রয়েছে সনি। আর দেশের বাজারে সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের রয়েছে তথ্যপ্রযুক্তি খাতে ২৫ বছর ধরে পণ্য সরবরাহে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। সনি এবং স্মার্ট একসঙ্গে প্রায় দুই বছর ধরে দেশের ইলেকট্রনিকস পণ্যের গ্রাহকদের জন্য ব্যতিক্রমী এবং নতুনত্বে ভরপুর পণ্য ও সেবা সরবরাহ করে যাচ্ছে। আসন্ন বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষেও এর ব্যতিক্রম নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত