Ajker Patrika

অনলাইনে ওয়ালটন ডেস্কটপ কিনলে ১০% ছাড়

বিজ্ঞপ্তি    
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ২০: ১০
Thumbnail image
ছবি: সংগৃহীত

ডেস্কটপ কম্পিউটারে বিশাল মূল্যহ্রাস করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানের এএমডি রাইজেন প্রসেসর সমৃদ্ধ এভিয়ান সিরিজের ডেস্কটপে এই আকর্ষণীয় মূল্যহ্রাস করা হয়েছে। এর আওতায় এভিয়ান ডব্লিউডিপিসি ৩৪০ জি ১৩ মডেলে গ্রাহকেরা পাচ্ছেন সর্বনিম্ন ১০ হাজার ২২৫ টাকা এবং এভিয়ান ডব্লিউডিপিসি ৮০ এক্স ১২ মডেলে সর্বোচ্চ ৫৫ হাজার ৫৪৫ টাকা পর্যন্ত মূল্যহ্রাস।

আকর্ষণীয় এই মূল্যহ্রাসের পাশাপাশি গ্রাহকেরা অনলাইনে এভিয়ান সিরিজের ডেস্কটপ অর্ডার করলে অতিরিক্ত ১০ পারসেন্ট ছাড় পাচ্ছেন। ওয়ালটনের অফিশিয়াল ওয়েবসাইটে এবং ইপ্লাজায় ভিজিট করে সরাসরি অর্ডার করে এই ডিসকাউন্ট সুবিধা উপভোগ করা যাবে।

ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ জানান, এভিয়ান সিরিজের এই ডেস্কটপগুলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি যা নিশ্চিত করে শতভাগ অথেনটিক পণ্য এবং বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা। ডেস্কটপগুলোতে ব্যবহৃত হয়েছে এএমডি রাইজেন থ্রি, রাইজেন ফাইভ এবং রাইজেন সেভেন প্রসেসর যা গেমিং, মাল্টিটাস্কিং এবং গ্রাফিকসের কাজের জন্য দুর্দান্ত পারফরম্যান্স নিশ্চিত করে। ওয়ালটন এভিয়ান ডেস্কটপগুলো একটি ব্যালান্সড বিল্ড হিসেবে পরিচিত যেখানে উন্নত পারফরম্যান্স এবং অত্যাধুনিক প্রযুক্তির দুর্দান্ত সমন্বয় পাওয়া যায়।

তৌহিদুর রহমান রাদ আরও জানান, বর্তমানে বাজারে রয়েছে রাইজেন প্রসেসর সমৃদ্ধ এভিয়ান সিরিজের ১৫ মডেলের ডেস্কটপ। পাশাপাশি ইন্টেল প্রসেসর সমৃদ্ধ কাইমান সিরিজের ৪৭ মডেলের ডেস্কটপ পিসি তৈরি ও বাজারজাত করছে ওয়ালটন। অনলাইনে কাইমান সিরিজের ডেস্কটপ অর্ডার করলেও ১০ পারসেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা।

এভিয়ান ও কাইমান সিরিজের মোট ৬২ মডেলের ডেস্কটপের পাশাপাশি ওয়ালটন ডিজি-টেক ওয়েবসাইট থেকে ‘মেইক মাই পিসি’ অপশন ব্যবহার করে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী কাস্টোমাইজ ডেস্কটপ পিসি তৈরির সুযোগ রয়েছে। মডেলভেদে ওয়ালটন ডেস্কটপে গ্রাহকেরা ৩ বছর পর্যন্ত ওয়ারেন্টি পাচ্ছেন।

এদিকে চলছে ওয়ালটনের ‘কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন-৪ ’। এর আওতায় ক্রেতারা যেকোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর, প্রিন্টার, ট্যাব, স্পিকার, সিসিটিভি পণ্য বদলে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়ে ওয়ালটন ব্র্যান্ডের সমজাতীয় নতুন পণ্য কিনতে পারছেন। ৬ মাসের কিস্তি বা ইএমআইতে পণ্য ক্রয়ের ক্ষেত্রেও রয়েছে এই ডিসকাউন্ট সুবিধা।

এ ছাড়া, অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকেও ‘এক্সক্লুসিভ অফার’ এ আইটি পণ্য সামগ্রী ক্রয়ে বিশেষ ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা। পাশাপাশি বিভিন্ন আইটি পণ্যের সঙ্গে রয়েছে ফ্রি পণ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত