Ajker Patrika

টয়লেট্রিজ পণ্যের সমারোহ নিয়ে যাত্রা করল ‘পারফেক্ট কেয়ার’

টয়লেট্রিজ পণ্যের সমারোহ নিয়ে যাত্রা করল ‘পারফেক্ট কেয়ার’

ইউনিটেক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘পারফেক্ট কেয়ার লিমিটেড’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। গত ৩০ আগস্ট টয়লেট্রিজ পণ্যের বিশাল সমারোহ নিয়ে গুলশান কার্যালয়ে পণ্য উন্মোচন করা হয়। প্রাথমিকভাবে হোম কেয়ার ও পারসোনাল কেয়ার ক্যাটাগরিতে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রি করবে তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিটেক্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মাদ হানিফ চৌধুরী, অপারেশন ডিরেক্টর মো. জোবাইদুল ইসলাম চৌধুরী, গ্রুপ কো-অর্ডিনেটর (বিজনেস ডেভেলপমেন্ট) সাকিব আহমেদ সিদ্দিক, গ্রুপ সিএফও মোহাম্মাদ আরিফ, হেড অব অডিট জোনাইদ হোসেন তালুকদার, কোম্পানি সেক্রেটারি মো. কামরুল হাসান, পারফেক্ট কেয়ার লিমিটেডের বিজনেস হেড মাহতাব হোসাইন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। 

ইউনিটেক্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মাদ হানিফ চৌধুরী বলেন, ‘ইউনিটেক্স গ্রুপের সব অঙ্গপ্রতিষ্ঠানের মতোই পারফেক্ট কেয়ার লিমিটেডও ক্রয় সামর্থ্যের ভেতরে ভোক্তাদের মাঝে সর্বোচ্চ মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।’

সারা দেশ ব্যাপী বিস্তৃত সেলস নেটওয়ার্ক তৈরির মাধ্যমে দেশের প্রতিটি ঘরে পণ্য পৌঁছে দিয়ে পারফেক্ট কেয়ার দেশের শীর্ষ ব্র্যান্ড গুলোর মধ্যে অবস্থান করে নিতে বদ্ধপরিকর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত