Ajker Patrika

বিনা মূল্যে ‘হইচই’ উপভোগ করতে পারবেন ব্র্যাক ব্যাংকের ‘আস্থা’ অ্যাপ ব্যবহারকারীরা

বিজ্ঞপ্তি
Thumbnail image

ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ ব্যবহারকারীরা ডিজিটাল রিওয়ার্ড হিসেবে বিনা মূল্যে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ এর কনটেন্ট দেখতে পারবে। গত ২২ মে ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং হইচইয়ের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান। 

ব্রাক ব্যাংক ‘আস্থা’ অ্যাপে নিয়মিত লেনদেনের জন্য গ্রাহকদের ডিজিটাল রিওয়ার্ড দিয়ে থাকে। সেই ডিজিটাল রিওয়ার্ড প্রোগ্রামের অংশ হিসেবে ‘আস্থা’ ব্যবহারকারীরা বিনামূল্যে ওয়েব ও অ্যাপে ‘হইচই’ সাবস্ক্রিপশন পাবেন। যার মাধ্যমে গ্রাহকেরা মোবাইল ডিভাইসে টিভি ও ডেস্কটপ কম্পিউটারে দেখার মত বিনোদন কনটেন্ট উপভোগ করতে পারবেন। প্ল্যাটফর্মটিতে রয়েছে হাজার হাজার সিনেমা, বিভিন্ন ঘরানার ওয়েব সিরিজ যেমন ড্রামা, থ্রিলার, কমেডি, হরর, ডিটেকটিভ, ক্লাসিক, রোম্যান্স, ফ্যামিলি, কিড্স এবং শর্টস। 

ব্র্যাক ব্যাংক ও হইচইয়ের মধ্যকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ডিজিটাল বিজনেস অ্যান্ড পেমেন্টস তানজিনা আনিস এবং ডিজিটাল বিজনেস অ্যান্ড পেমেন্টসের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সুলতান মাহমুদ সরকার। 

 ‘হইচই’ হলো একটি অন-ডিমান্ড ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম যার মালিক এসভিএফ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। ‘হইচই বাংলাদেশ’ স্থানীয় শিল্পীদের সমন্বয়ে বাংলাদেশি কনটেন্টস তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বেশ কয়েকটি প্রশংসনীয় ওয়েব সিরিজ তৈরি করেছে, যার মধ্যে রয়েছে—সৈয়দ আহমেদ শাওকি পরিচালিত এবং চঞ্চল চৌধুরী অভিনীত সাসপেন্স থ্রিলার ‘কারাগার’ এবং থ্রিলার ‘তাকদির’, আশফাক নিপুন পরিচালিত থ্রিলার ‘মহানগর’ এবং ড্রামা থ্রিলার ‘সাবরিনা’, অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত নাটক ‘বোধ’ ও ‘ঢাকা মেট্রো’, আফরান নিশোর অভিনয়ে তানিম নূর পরিচালিত ‘কাইজার’; এবং তানিম রহমান অংশু পরিচালিত ‘বুকের মধ্যে আগুন’। এই সিরিজগুলোর বেশিরভাগই দেশের কনটেন্ট শিল্পে একটি নতুন মান স্থাপনের পাশাপাশি জনসাধারণের ব্যাপক প্রশংসাও অর্জন করেছে। এই প্ল্যাটফর্মের অনেক ভারতীয় বাংলা কনটেন্টও বেশ জনপ্রিয়, যেমন—‘ব্যোমকেশ’, ‘ফেলুদার গোয়েন্দাগিরি’, ‘একেন বাবু’, এবং ‘বল্লভপুরের রূপকথা’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত