Ajker Patrika

ইস্পাহানি নিবেদিত আন্তজেলা ফুটবল টুর্নামেন্টে বিজয়ী শামস-উল-হুদা ফুটবল একাডেমি

বিজ্ঞপ্তি  
Thumbnail image
ইস্পাহানি নিবেদিত আন্তজেলা ফুটবল টুর্নামেন্টে বিজয়ী শামস-উল-হুদা ফুটবল একাডেমি। ছবি: সংগৃহীত

ইস্পাহানির পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় আয়োজিত ‘আনোয়ারা মান্নান বেগ আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট-মলি’-এর পর্দা নামল। আটটি দলের অংশগ্রহণে প্রায় এক মাসব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমি।

ফুটবলের জনপ্রিয়তাকে সারা দেশে ও তৃণমূল পর্যায় পর্যন্ত ছড়িয়ে দিতে এবারও ফরিদপুরের চর ভদ্রাসনের চরসুলতানপুরে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান উপলক্ষে গত ১৬ নভেম্বর চর সুলতানপুর উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ মহসিন বেগ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব স্থপতি মুজাহিদ বেগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরুল হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুল হক বেগ এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কিংবদন্তি খেলোয়াড় শেখ মোহাম্মদ আসলাম, আলফাজ আহমেদ, সাইদ হাসান কানন এবং ইমতিয়াজ আহমেদ নকীব। এ ছাড়া উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের বিভাগীয় ব্যবস্থাপক (ফরিদপুর) এস এম তারিকুল ইসলাম এবং এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।

প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় গোপালগঞ্জ জেলা ফুটবল দল ও যশোর জেলার শামস-উল-হুদা ফুটবল একাডেমি। প্রতিদ্বন্দ্বিতামূলক এই ম্যাচে ৭-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় যশোর জেলার শামস-উল-হুদা ফুটবল একাডেমি এবং রানারআপ হয় গোপালগঞ্জ জেলা ফুটবল দল।

বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে ইস্পাহানি সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফুটবলের উন্নয়ন ও প্রসারে ইস্পাহানি সব সময়ই সচেষ্ট। ইস্পাহানি নিয়মিতভাবে সারা দেশের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করে থাকে। এ ছাড়া ক্রিকেট, বাস্কেটবল, দাবা, স্কোয়াশ, ব্রিজ, গলফসহ বিভিন্ন খেলায়ও ইস্পাহানি সব সময়ই পৃষ্ঠপোষকতা করে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত