Ajker Patrika

পদ্মা সেতুতে জড়িয়ে গ্রী এসি

অনলাইন ডেস্ক
পদ্মা সেতুতে জড়িয়ে গ্রী এসি

দেশে যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করতে যাচ্ছে পদ্মা সেতু। এই সেতুর নির্মাণের সঙ্গে জড়িত ছিল এয়ারকন্ডিশনার নির্মাতা প্রতিষ্ঠান গ্রী। গ্রী এসির বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রো মার্টের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

পদ্মা সেতুর নির্মাণকাজের শুরু থেকেই সেতুর সার্ভিস পয়েন্ট, মাল্টিপারপাস হল, রিসোর্ট, মোটেল ম্যাচ, সুপারভিশন অফিস, ডরমিটরিসহ সব জায়গায় ব্যবহার হয়েছে গ্রী এসি। এ সকল পয়েন্টে ব্যবহার করা হয়েছে গ্রী এয়ারকন্ডিশনারের Multi VRF AC, Split Wall Mounted AC, Ceilling Type AC, Portable AC, Floor Standing AC এবং Cassette Type AC.

 গ্রী এসি উৎপাদন ও বাজারজাতের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, পদ্মা সেতু নির্মাণ একটি বড় চ্যালেঞ্জের কাজ ছিল। সেই চ্যালেঞ্জের সঙ্গে আমরা যুক্ত থাকতে পেরে ভালো লাগছে। আমরা এখন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষায় আছি। 

উল্লেখ্য, দেশে এসি উৎপাদন ও বাজারজাতের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ইলেকট্রো মার্ট। তারা বাজারজাত করে গ্রী ব্যান্ডের এসি। বর্তমানে জেলা শহরের পাশাপাশি এখন অনেক উপজেলায়ও এসির বিকিকিনি জমজমাট, যা এ যন্ত্রের বাজার বড় করতে বড় ভূমিকা রাখছে। 

সময়ের সঙ্গে তাল মিলিয়ে পথ চলাই গ্রীর সাফল্যের অন্যতম কারণ। তাই নতুন নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে গ্রী এসিতে। বাজারে এখন দুই ধরনের এসি পাওয়া যায়। ইনভার্টার ও নন-ইনভার্টার। এর মধ্যে ইনভার্টারের দাম কিছুটা বেশি। কারণ, এ ধরনের এসিতে বিদ্যুৎ খরচ কম। এটি ঘরের আরামদায়ক তাপমাত্রা ঠিক রেখে এসির শক্তি খরচ কমিয়ে নিয়ে আসে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত