Ajker Patrika

রিয়ার সঙ্গে আইএফআইসি ব্যাংকের চুক্তি

আপডেট : ০২ আগস্ট ২০২২, ১১: ২১
রিয়ার সঙ্গে আইএফআইসি ব্যাংকের চুক্তি

প্রবাসী বাংলাদেশিদের অর্থ নিরাপদে দেশে পাঠাতে আন্তর্জাতিক মানি ট্রান্সফার কোম্পানি রিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে সোমবার (১ আগস্ট) আইএফআইসি টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার এবং রিয়া মানি ট্রান্সফারের বিজনেস ডেভেলপমেন্ট হেড (দক্ষিণ এশিয়া) সোহেল শামসি যৌথভাবে সেবাটি উদ্বোধন করেন। 

এ সময় রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার এ কে এম নাজমুল হোসেন ও আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহ মো. মঈনউদ্দিন, মো. নুরুল হাসনাত, সৈয়দ মনসুর মোস্তফা, মো. মনিতুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নতুন এই সেবার মধ্য দিয়ে গ্রাহকগণ দেশব্যাপী ছড়িয়ে থাকা আইএফআইসি ব্যাংকের সব শাখা-উপশাখার মাধ্যমে বিদেশ থেকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে পাঠানো অর্থ সহজেই উত্তোলন করতে পারবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত